চলতি বছরেই সমুদ্র সৈকত থেকে গর্ভাবস্থার কথা সর্বসমক্ষে এনেছিলেন অভিনেত্রী অহনা দত্ত। স্বামী দীপঙ্করকে পাশে নিয়ে সকলকে জানিয়েছিলেন আগত সন্তানের কথা। এরপর ফটোশ্যুট থেকে শুরু করে সাধভক্ষণ, সব কিছুরই ছবি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী।
এবার ধীরে ধীরে সেই দিনটার জন্য অপেক্ষা, যার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করেছিলেন এই তারকা দম্পতি। হাসপাতালে ভর্তি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দেখা গেল অভিনেত্রীকে। অহনার শেয়ার করা ভিডিয়োয় দেখা যায়, আগত শিশুর জন্য জোর কদমে চলছে কেনাকাটা।
আরও পড়ুন: মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ, এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা তথা প্রযোজক ধীরজ কুমার
ভিডিয়োয় অহনাকে একটি গোলাপি রঙের শার্ট পরে থাকতে দেখা যায়। সন্তানের জন্য কী কেনাকাটা করা হচ্ছে? জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘মোটামুটি একটা চিন্তাভাবনা করে আমরা কিনছি। বেবির জন্য প্রথম শপিং। ভীষণ ভালো লাগছে।’
অহনা আরও বলেন, ‘ছেলে না মেয়ে, কি হবে সেটা আমরা জানি না তবে কিছু একটা চিন্তা করে আমরা এগোচ্ছি। অনেকেই বলেন এই সময় আগে থেকে কেনা উচিত নয়। কিন্তু আমরা টুকটাক জিনিস কিনে রাখছি। তবে এখনই দেখাবো না কি কিনছি।’
অহনা ‘দেখাবো না’ বললেও ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে সন্তানের জন্য বেশ কয়েকটি জামা কাপড় কিনে ফেলেছেন তিনি। হয়তো কিনেছেন প্রয়োজনীয় কিছু সামগ্রীও। একটি সদ্যজাত শিশুর যা যা প্রয়োজন হয় সেই কথাই মাথায় রেখে কেনাকাটা করছেন অহনা।
আরও পড়ুন: এই প্রথম খলনায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে, প্রকাশ্যে এল অভিনেত্রীর 'রাজমাতা' লুক
আরও পড়ুন: চোখের তলায় কালি, অপরিচ্ছন্ন বেশ, স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রীর এ কী হাল!
প্রসঙ্গত দিন কয়েক আগেই একটি রিলে অহনাকে নাচ করতে দেখা যায়। গর্ভাবস্থায় এইভাবে নাচ করতে দেখে অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করেছিলেন, যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ তিনি। এখন শুধুই পজিটিভিটি মনে রেখে সামনে এগিয়ে যেতে চাইছেন অভিনেত্রী।