ফুলকি হিসেবে তিনি বর্তমানে দারুণ জনপ্রিয়। বাংলার প্রায় প্রতিটি ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। কিন্তু কেবল অভিনয় নয়, জানেন কি দিব্যাণী মন্ডল দুর্দান্ত নাচেনও? হ্যাঁ, এদিন সেটারই ঝলক প্রকাশ্যে এল।
আরও পড়ুন: রানি লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশির ঠাকুমার মা! ভাইরাল কর্নেলের পুরনো ভিডিয়ো
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে কোনও এক জলসা অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছেন জি বাংলার ফুলকি, ওরফে দিব্যাণী মন্ডল। স্টেজের পিছন দিকে মিউজিশিয়ানদের বসে থাকতে দেখা যাচ্ছে, আর স্টেজের সামনে নাচছেন অভিনেত্রী।
দিব্যাণী মন্ডলকে এদিন সোহাগ চাঁদ গানটিতে নাচ করতে দেখা যায়। তাঁর পরনে ছিল কালো কুর্তি এবং সাদা প্যান্ট। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী যে এত ভালো নাচেন সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'ওমা! তুমি এত ভালো নাচো জানতাম না তো। খুব ভালো লাগল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই যে ফুলকি ( অফ স্ক্রিনে দিব্যাণী মন্ডল ) বিশ্বাসই হতে চাইছে না। নাচ খুব সুন্দর হয়েছে। শুভেচ্ছা জানাই।' তৃতীয় জন লেখেন, 'দারুণ হয়েছে নাচটা। খুব ভালো লাগল।'
ফুলকি প্রসঙ্গে
ফুলকি ধারাবাহিকে বর্তমানে দেখানো হল ধানুর বিয়ে। একই সঙ্গে মাকে ফিরে পেয়েছে ফুলকি। কিন্তু সে কি জানতে পারবে যার সঙ্গে দেখা হয়েছে তার সেই ওর নিজের মা? বাবাকে সামনে আনার পর কোন সত্য প্রকাশ্যে আসবে? সবটা নিয়েই বেশ টানটান হয়ে রয়েছে এখন এই ধারাবাহিকের গল্প। আর সেটার ফল টিআরপিতে দেখা যাচ্ছে। বর্তমানে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফুলকি ধারাবাহিকটি। এখানে মুখ্য ভূমিকায় দিব্যাণী মন্ডলের সঙ্গে অভিষেক বসুকে দেখা যায়।
আরও পড়ুন: হুবহু ‘বসুধা’র মতো! বড়মার সংসারে কুসুমের লক্ষ্মীশ্রী ফেরানোর ঝলক দেখেই ধরে ফেলল নেটপাড়া, কী বলছে?
আরও পড়ুন: বিয়ের বছর পার, একগুচ্ছ অদেখা ছবির সঙ্গে আদৃতের জন্য খোলা চিঠি কৌশাম্বির! লিখলেন, 'এভাবেই...'