জি বাংলায় আসছে কুসুম। এই ধারাবাহিকের ঘোষণা এবং প্রথম প্রোমো আগেই প্রকাশ্যে এসেছে, এবার এল দ্বিতীয় প্রোমো। আর সেটা দেখেই চমকেছে নেটপাড়া। শুধু তাই নয়, তাঁদের দাবি এই ধারাবাহিক নাকি আদতে হিন্দি মেগা বসুধার রিমেক।
আরও পড়ুন: 'অনেক কিছু সহ্য করেছি...', গর্ভাবস্থায় জটিলতা ছিল! কী কী কম্পলিকেশন ছিল দীপিকার?
আরও পড়ুন: রটেছে রাজদীপের সঙ্গে সম্পর্ক ভাঙার গুজব, কার জন্য তন্বী লিখলেন, 'বুঝিয়েছ ভালোবাসা কী'?
কুসুম ধারাবাহিকের নতুন প্রোমো
কুসুম ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে রান্নাঘরে রান্না করছে কুসুম। গ্লাভস পরে আটা মাখতে দেখে সে বলে ওঠে, এভাবে আটা মাখলে নাকি তাতে ভালোবাসা থাকে না। সে হাত দিয়েই আটা মেখে দেয়। অন্যদিকে বড়মার জন্য খাবার টেবিলে অপেক্ষা করে তাঁর গোটা পরিবার। তিনি এসে তাঁদের সঙ্গে বসেন। এই বাড়ির নিয়ম তিনি আগে খাবার মুখে দেবেন। তারপর সবাই খাবে। রান্নাঘরে বড়মার খাবার নিতে এলে কুসুম সেটা গুছিয়ে দেয়। কিন্তু নিজে খাবার টেস্ট করতে গিয়ে দেখে ডালে নুন কম হয়েছে সঙ্গে সঙ্গে সে একটু নুন হাতে নিয়ে ছুটে যায়, সেটা গিয়ে ডালে মিশিয়ে দেয়। তারপর চেখে জানায় একদম ঠিক আছে। এরম কড়া নিয়মের বেড়াজালে চলা ইন্দ্রানী ওরফে বড়মার সংসারে কীভাবে লক্ষ্মীশ্রী আনবে কুসুম সেটাই দেখার। যদিও এদিন ঘোষণ করা হয়নি যে কেবল থেকে এই মেগা শুরু হবে।
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসার পর নেটিজেনরা মন্তব্য করেছেন নানা ধরনের। অধিকাংশই জানিয়েছেন এই ধারাবাহিকটি নাকি আদতে হিন্দি সিরিয়াল বসুধার রিমেক। এক ব্যক্তি লেখেন, 'একদম বসুধার প্রোমো।' আরেকজন লেখেন, 'বসুধার বাংলা ভার্সন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'চিরদিনই তুমি যে আমার এর পর আবার একটা রিমেক!'
চতুর্থ ব্যক্তির মত, 'শৌর্য্যদার ধারাবাহিক কুসুম রাত সাড়ে আটটায় আসবে। পরে না হয় রাণী ভবাণীর জন্য অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে।' পঞ্চম ব্যক্তির কথায়, 'অ্যাক্রপলিস যখন, তখন আগের মতো দমদার আমেজটা থাকলেই ভালো হবে; রিমলির মতন ঘুমিয়ে পড়লেই গেল, এইটা রাত নটায় দিলে খুব সুন্দর লাগবে। দারুন প্রোমো।'
আরও পড়ুন: এখনও এক বছরও হয়নি, বাবাকে টিভিতে দেখে কী করল রাহুল-প্রীতির মেয়ে?
প্রসঙ্গত কুসুম ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন তানিস্কা, আর্য এবং শৌর্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা হবে অঞ্জনা বসু, কুশল চক্রবর্তীকে।