WBCHSE HS exam result 2020: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা, দেখুন রেজাল্ট জানার উপায়
1 মিনিটে পড়ুন Updated: 17 Jul 2020, 11:00 AM IST- বা ) তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি মহুয়া দাস। তবে মেধাতালিকা প্রকাশ করা হবে না। বিকেল চারটে থেকে বিভিন্ন ওয়েবসাইট, এসএমএস এবং অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবেন পড়ুয়ারা।
পাশাপাশি করোনাভাইরাস আবহে এবার ফল প্রকাশের দিন মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না। আগামী ৩১ জুলাই দুপুর ২ টো থেকে সংসদের বিভিন্ন ক্যাম্প থেকে সেই নথি বিতরণ করা হবে। তারপর যত দ্রুত সম্ভব পরীক্ষার্থী বা অভিভাবকদের ডেকে সামাজিক দূরত্বের বিধি পালন করে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :
১) () যান।
২)
৩)
৪)
কীভাবে SMS-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :
১) WB12<space>Roll Number লিখে 54242 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।
২) WB12<space>Roll Number লিখে 5676750 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।
কীভাবে অ্যাপের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :
Google Play Store-এ গিয়ে ডাউনলোড করুন। সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।