লিগ শীর্ষে উঠতে হলে জিততেই হতো মুম্বই সিটি এফসিকে। AFC চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাকা করতে হলে ড্র করলেই চলত এটিকের। যদিও মোহনবাগান মুম্বই সিটিকে আটকে রাখতে ব্যর্থ হয় শেষ ম্যাচে।
28 Feb 2021, 09:36 PM IST
লিগ চ্যাম্পিয়নের শিল্ড জিতল মুম্বই সিটি
এক নম্বরে থেকে লিগ শেষ করায় আইএসএলের লিগ চ্যাম্পিয়নের শিল্ড জিতল মুম্বই সিটি এফসি। সেই সঙ্গে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেল।
28 Feb 2021, 09:33 PM IST
লিগ টেবিলে অবস্থান
শেষ ম্যাচে মুম্বই সিটির কাছে হেরে বসায় মোহনবাগানের সংগ্রহ দাঁড়ায় ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। মুম্বই সিটিওর পয়েন্ট দাঁড়ায় ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। তবে গোলপার্থক্যে মুম্বই সিটি এগিয়ে থাকায় তারা লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে।
28 Feb 2021, 09:28 PM IST
ম্যাচ শেষ, মোহনবাগান পরাজিত
লম্বা বাঁশিতে রেপারি ম্যাচ শেষের নির্দেশ দেন। মোহনবাগান ০-২ গোলে পরাজিত হয় মুম্বই সিটি এফসির কাছে। ৭ নমিনিটে মুম্বইয়ের হয়ে প্রথম গোল করেন ফল। ৩৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন বার্থলোমিউ।
28 Feb 2021, 09:22 PM IST
ইনজুরি টাইম
দ্বিতীয়ার্ধে ৫ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে।
28 Feb 2021, 09:21 PM IST
মুহুর্মুহু আক্রমণ মোহনবাগানের
ম্যাচের শেষ মুহূর্তে একের পর এক আক্রমণ শানাচ্ছে মোহনবাগান। যদিও মুম্বই সিটি তাদের দুর্গ দুর্ভেদ্য করে রেখেছে।
28 Feb 2021, 09:13 PM IST
পরিবর্ত
৮২ মিনিটে মার্সেলিনহো ও প্রণয়কে তুলে নিয়ে মোহনবাগান মাঠে নামায় হার্নান্ডেজ ও জয়ের রানেকে।