প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচ ১-১'এর সমতায় দাঁড়িয়ে। ১৮ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করেন উইলিয়ামস। ২৯ মিনিটে আত্মঘাতী গোল করেন তিরি।
13 Mar 2021, 08:27 PM IST
রানাওয়াদের চোট
স্টপেজ টাইমে চোট পেলেন মুম্বই সিটির রানাওয়াদে। মাঠে অ্যাম্বুলেন্স নামে। চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। শুভাশিসের সঙ্গে ধাক্কায় মাথায় চোট পান রানাওয়াদে। তাঁকে অ্যাম্বুলেন্সে করে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবর্তে মাথে নামেন রাকিপ।
13 Mar 2021, 08:20 PM IST
কৃষ্ণার শট সাইড নেটে
৪০+১ মিনিট রয় কৃষ্ণার শট গিয়ে লাগে সাইট নেটে।
13 Mar 2021, 08:20 PM IST
৩ মিনিট স্টপেজ টাইম
প্রথমাধে ৩ মিনিট সময় সংযোজিত হয়।
13 Mar 2021, 08:17 PM IST
সুযোগ হাতছাড়া
৩৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন বিপিন।
13 Mar 2021, 08:09 PM IST
কুলিং ব্রেক
৩১ মিনিটে ম্যাচের প্রথম কুলিং ব্রেকের নির্দেশ রেফারির।
13 Mar 2021, 08:07 PM IST
অরিন্দমের সেভ
৩১ মিনিটে রেনিয়ারের শট প্রতিহত করেন অরিন্দম। এ যাত্রায় রক্ষা পায় মোহনবাগান।
13 Mar 2021, 08:04 PM IST
আত্মঘাতী গোল
২৯ মিনিটে তিরির আত্মঘাতী গোল। লিড হাতছাড়া হল মোহনবাগানের। মুম্বই সিটি এফসি ১-১ গোলের সমতায় ফিরল। বিপিনকে উদ্দেশ্য করে লং বল বাড়িয়ে দেন আহমেদ। তিরি হেডে বল মাঠের বাইরে বার করার চেষ্টা করেন। তবে বল জড়িয়ে যায় মোহনবাগানের জালে।
13 Mar 2021, 07:57 PM IST
হলুদ কার্ড
২০ মিনিটের মাথায় ম্যাকহিউকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন হার্নান স্যান্টানা।
13 Mar 2021, 07:56 PM IST
উইলিয়ামসের গোল
১৮ মিনিটের মাথায় উইলিয়ামসোর গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। সেমিফাইনালের দুই লেগেই গোল করেন ডেভিড উইলিয়ামস। এবার খেতাবি লড়াইয়েও প্রথম গোল এল তাঁর পা থেকে। বড় ম্যাচে নিজের জাত চেনালেন ডেভিড। মুম্বই সিটির বিরুদ্ধে লিগের দুই ম্যাচে ৩টি গোল হজম করার পর অবশেষে তাদের জালে বল জড়াতে সক্ষম হয় মোহনবাগান।
13 Mar 2021, 07:51 PM IST
অমরিন্দরের সেভ
১৬ মিনিটে কৃষ্ণার হেডার প্রতিহত করেন অমরিন্দর। ফিরতি বলে জাভি শট নিলেও তা মাঠের বাইরে বেরিয়ে যায়।