সাত বছর পর ফের টেস্ট ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেল ভারতের মহিলা ক্রিকেট দল। শেষবার তারা টেস্ট খেলেছিল ২০১৪ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
16 Jun 2021, 11:09 PM IST
ভারতের বোলিং
স্নেহ রানা ৭৭ রানে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৫০ রানে ২টি উইকেট দখল করেন। পূজা বস্ত্রকার নেন ৪৩ রানে ১ উইকেট। উইকেট পাননি ঝুলন, শিখা ও হরমনপ্রীত।
16 Jun 2021, 11:07 PM IST
ইংল্যান্ডের ব্যাটিং
উইনফিল্ড ৩৫, বিউমন্ট ৬৬, নাইট ৯৫, নাতালি ৪২, জোনস ১, সোফি অপরাজিত ১২, জর্জিয়া ৫, ক্যাথেরিন অপরাজিত ৭ রান করেন।
16 Jun 2021, 11:06 PM IST
প্রথম দিনের খেলা শেষ
প্রথম দিনের শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৯২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তুলেছে।
16 Jun 2021, 10:52 PM IST
নতুন বল নিল ভারত
৮৯তম ওভারে ভারত দ্বিতীয় নতুন বল নেয়।
16 Jun 2021, 10:33 PM IST
৮৫ ওভারে ইংল্যান্ড ২৬১/৬
৮৫ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ২৬১ রান তুলেছে। সোফিয়া ৮ ও ক্যাথেরিন ৫ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 10:22 PM IST
জর্জিয়া আউট
৮২তম ওভারের দ্বিতীয় বলে জর্জিয়ার উইকেট তুলে নিলেন স্নেহ রানা। ১১ বলে ৫ রান করে স্লিপে দীপ্তি শর্মার হাতে ধরা পড়েন জর্জিয়া। ইংল্যান্ড ২৫১ রানে ৬ উইকেট হারায়। এই ওভারেই দলগত ২৫০ রান পেরিয়ে যায় ইংল্যান্ড। ক্রিজে নতুন ব্যাটার ক্যাথেরিন ব্রান্ট। তিন উইকেট নিলেন রানা।
16 Jun 2021, 10:12 PM IST
৮০ ওভারে ইংল্যান্ড ২৪৫/৫
৮০ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ২৪৫ রান তুলেছে। সোফিয়া ২ ও জর্জিয়া ০ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 10:06 PM IST
সেঞ্চুরি হাতছাড়া নাইটের
ব্যক্তিগত শতরান হাতছাড়া করলেন হেথার নাইট। ৭৯তম ওভারের প্রথম বলেই ইংল্যান্ডের ক্যাপ্টেনকে সাজঘরে ফেরালেন দীপ্তি। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৭৫ বলে ৯৫ রান করে এলবিডব্লিউ হন নাইট। ইংল্যান্ড ২৪৪ রানের মাথায় ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার জর্জিয়া। ইংল্যান্ড শেষ ১৪ রানের ৩ উইকেট হারায়। ম্যাচে দীপ্তির এটি দ্বিতীয় শিকার।
16 Jun 2021, 09:51 PM IST
জোনস আউট
৭৬তম ওভারের চতুর্থ বলে স্নেহ রানা এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন সদ্য ক্রিজে আসা অ্যামি জোনসকে। ৯ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন জোনস। ইংল্যান্ড ২৩৬ রানে ৪ উইকেট হারায়। রানার এটি দ্বিতীয় শিকার। ক্রিজে নতুন ব্যাটার অভিষেককারী সোফিয়া।
16 Jun 2021, 09:44 PM IST
নাতালি আউট
ভারতকে ব্রেক-থ্রু এনে দিলেন দীপ্তি শর্মা। ৭৩তম ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন নাতালিকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ৪২ রান করে এলবিডব্লিউ হন নাতালি। ইংল্যান্ড ২৩০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার অ্যামি জোনস।
16 Jun 2021, 09:32 PM IST
৭২ ওভারে ইংল্যান্ড ২২৭/২
৭২ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ২২৭ রান তুলেছে। হেথার নাইট ৮২ ও নাতালি ৪১ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 09:08 PM IST
ইংল্যান্ড ২০০
৬৫তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ৬৫ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলেছে। হেথার নাইট ৬৯ ও নাতালি ২৯ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 08:49 PM IST
৬০ ওভারে ইংল্যান্ড ১৭৩/২
৬০ ওভারের খেলা শেষ। ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলেছে। হেথার নাইট ৫৬ ও নাতালি ১৩ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 08:46 PM IST
নাইটের হাফ-সেঞ্চুরি
ইনিংসের ৫৯তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হেথার নাইট। ৭টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন নাইট। এটি তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি।
16 Jun 2021, 08:16 PM IST
চায়ের বিরতি
প্রথম দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড ৫৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলেছে। হেথার নাইট ৪৭ ও নাতালি ১১ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 08:01 PM IST
ইংল্যান্ড ১৫০
৫২তম ওভারে ইংল্যান্ড দলগত ১৫০ রান পূর্ণ করে।
16 Jun 2021, 07:54 PM IST
৫০ ওভারে ইংল্যান্ড ১৪১/২
৫০ ওভারের খেলা শেষ। ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলেছে। হেথার নাইট ৩৬ ও নাতালি ১ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 07:47 PM IST
বিউমন্ট আউট
হাফ-সেঞ্চুরি করা বিউমন্টকে ফিরিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন স্নেহ রানা। ৪৯তম ওভারের প্রথম বলে তিনি ফিরিয়ে দেন ব্রিটিশ ওপেনারকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৪৪ বলে ৬৬ রান করে শেফালি বর্মার হাতে ধরা পড়েন বিউমন্ট। ইংল্যান্ড ১৪০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নাতালি সিভার।
16 Jun 2021, 07:32 PM IST
৪৫ ওভারে ইংল্যান্ড ১৩৪/১
৪৫ ওভারের খেলা শেষ। ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলেছে। বিউমন্ট ৬৫ ও হেথার নাইট ৩১ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 07:06 PM IST
৪০ ওভারে ইংল্যান্ড ১১৭/১
৪০ ওভার শেষে ইংল্যান্ড এক উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলেছে। বিউমন্ট ৫৯ ও হেথার নাইট ২০ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 06:46 PM IST
৩৫ ওভারে ইংল্যান্ড ১০৯/১
৩৫ ওভার শেষে ইংল্যান্ড এক উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলেছে। বিউমন্ট ৫২ ও হেথার নাইট ১৯ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 06:42 PM IST
ইংল্যান্ড ১০০
৩৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।
16 Jun 2021, 06:32 PM IST
বিউমন্টের হাফ-সেঞ্চুরি
৩১তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ড ওপেনার বিউমন্ট। ৪টি বাউন্ডারির সাহায্যে ৯৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
16 Jun 2021, 06:27 PM IST
৩০ ওভারে ইংল্যান্ড ৯৪/১
৩০ ওভার শেষে ইংল্যান্ড এক উইকেটে ৯৪ রান তুলেছে। বিউমন্ট ৪৮ ও হেথার নাইট ৮ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 05:36 PM IST
লাঞ্চের বিরতি
প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ইংল্যান্ড ২৭ ওভারে ৮৬/১।
16 Jun 2021, 05:35 PM IST
২৭ ওভারে ইংল্যান্ড ৮৬/১
২৭ ওভার শেষে ইংল্যান্ড এক উইকেটে ৮৬ রান তুলেছে। বিউমন্ট ৪৪ ও হেথার নাইট ৪ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 05:11 PM IST
উইনফিল্ড আউট
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন পূজা বস্ত্রকার। ২১তম ওভারের তৃতীয় বলে উইনফিল্ড-হিলকে আউট করেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৩৫ রান করে তানিয়া ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড ৬৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হেথার নাইট।
16 Jun 2021, 05:04 PM IST
২০ ওভারে ইংল্যান্ড ৬৯/০
২০ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৬৯ রান তুলেছে। বিউমন্ট ৩৩ ও উইনফিল্ড ৩৫ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 04:51 PM IST
ইংল্যান্ড ৫০
১৭তম ওভারে শিখা পান্ডের শেষ বলে ছক্কা মেরে ইংল্যান্ডকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান উইনফিল্ড-হিল। ১৭ ওভারে ইংল্যান্ড ৫২/০।
16 Jun 2021, 04:45 PM IST
১৫ ওভারে ইংল্যান্ড ৩৯/০
১৫ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৩৯ রান তুলেছে। বিউমন্ট ২১ ও উইনফিল্ড ১৮ রানে ব্যাট করছেন।
16 Jun 2021, 04:17 PM IST
১০ ওভারে ইংল্যান্ড ২৫/০
সতর্ক শুরু ইংল্যান্ডের। ১০ ওভার শেষে তারা কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে। বিউমন্ট ১২ ও উইনফিল্ড ১৩ রান করেছেন।
16 Jun 2021, 03:52 PM IST
৫ ওভারে ইংল্যান্ড ৮/০
৫ ওভার শেষ ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৮ রান তুলেছে। বিউমন্ট ৫ ও উইনফিল্ড ৩ রান করেছেন। ঝুলন ৩ ওভারে ৫ ও শিখা ২ ওভারে ৩ রান খরচ করেছেন।
16 Jun 2021, 03:34 PM IST
ম্যাচ শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন উইনফিল্ড-হিল ও বিউমন্ট। ভারতের হয়ে বোলিং শুরু করেন ঝুলনা গোস্বামী।
মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করলেন শেফালি বর্মা। এছাড়া প্রথমবার টেস্ট খেলতে নামছেন দীপ্তি শর্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া ও পূজা বস্ত্রকার।
ভারতের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন হেথার নাইট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত শুরুতে বোলিং করবে।