ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংস অল-আউট হয়ে যায় ২৩১ রানে।
স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। ছবি- বিসিসিআই।
সাত বছর পর ফের টেস্ট ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেল ভারতের মহিলা ক্রিকেট দল। শেষবার তারা টেস্ট খেলেছিল ২০১৪ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
18 Jun 2021, 10:13 PM IST
তৃতীয় দিনের খেলা মাঝপথেই পরিত্যক্ত
ব্রিস্টলে তৃতীয় দিনের খেলা মাঝপথেই ভেস্তে যায়। প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে থেকে ফলো-অন করতে নামে ভারত। তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে। শেফালি বর্মা ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৫৫ রান করে অপরাজিত রয়েছেন। দীপ্তি শর্মা নট-আউট রয়েছেন ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। এখনও ৮২ রানে পিছিয়ে রয়েছে ভারত। স্মৃতি মন্ধনা আউট হয়েছেন ৮ রান করে। একমাত্র উইকেটটি পেয়েছেন ক্যাথেরিন ব্রান্ট।
18 Jun 2021, 09:17 PM IST
বৃষ্টিতে ম্যাচ সাময়িক বন্ধ
চায়ের বিরতির পর ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে।
18 Jun 2021, 08:37 PM IST
চায়ের বিরতি
২৪.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামলে আম্পায়ারর চায়ের বিরতি ঘোষণা করেন। ভারত ১ উইকেটে ৮৩ রান তুলেছে। শেফালি ৫৫ ও দীপ্তি ১৮ রানে ব্যাট করছেন। ভারত এখনও পিছিয়ে রয়েছে ৮২ রানে।
18 Jun 2021, 08:35 PM IST
শেফালির রেকর্ড
ইতিহাসের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান শেফালি। তাঁর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন ইংল্যান্ডের লেসলি কুক (৭২ ও ১১৭), অস্ট্রেলিয়ার জেস জোনাসেন (৯৯ ও ৫৪) এবং শ্রীলঙ্কার ভানেসা বোওয়েন (৭৮ ও ৬৩)।
18 Jun 2021, 08:29 PM IST
শেফালির হাফ-সেঞ্চুরি
২৩তম ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি বর্মা। ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শেফালি। অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন ১৭ বছর বয়সী ওপেনার।
18 Jun 2021, 08:17 PM IST
২০ ওভারে ভারত ৬৫/১
দ্বিতীয় ইনিংসে ২০ ওভার ব্যাট করে ভারত ১ উইকেটের বিনিময়ে ৬৫ রান তুলেছে। শেফালি ৪৭ রান করে অপরাজিত রয়েছেন। দীপ্তি ব্যাট করছেন ৮ রানে।
18 Jun 2021, 08:05 PM IST
৮টা ১০ মিনিটে শুরু হবে খেলা
বৃষ্টি থেমেছে। স্থানীয় সময় ৩টে ৪০ মিনিটে পুনরায় শুরু হবে ম্যাচ। সুতরাং, ভারতীয় সময় ৮টা ১০ মিনিটে ফের শুরু হবে খেলা।
18 Jun 2021, 07:46 PM IST
সাউদাম্পটনের প্রথম দিনের খেলা পরিত্যক্ত
সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
১৮.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ফের সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ব্রিস্টল টেস্ট। ভারত ১ উইকেটে ৫৭ রান তুলেছে। শেফালি ব্যাট করছেন ৪৬ রানে।
18 Jun 2021, 07:41 PM IST
ভারত ৫০
১৭তম ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রান টপকে যায়।
18 Jun 2021, 07:41 PM IST
১৫ ওভারে ভারত ৪৭/১
দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার ব্যাট করে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলেছে। শেফালি ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। দীপ্তি ব্যাট করছেন ১ রানে।
18 Jun 2021, 07:06 PM IST
১০ ওভারে ভারত ৪১/১
দ্বিতীয় ইনিংসে ১০ ওভার ব্যাট করে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। শেফালি বর্মা ৭টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৩০ রান করে অপরাজিত রয়েছেন। দীপ্তি ব্যাট করছেন ১ রানে।
18 Jun 2021, 06:57 PM IST
বৃষ্টির পর খেলা শুরু
বৃষ্টির পর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুর। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।
18 Jun 2021, 06:19 PM IST
ব্রিস্টলেও বৃষ্টি
সাউদাম্পটনের মতো ভারি বৃষ্টি না হলেও হালকা বর্ষণ ব্রিস্টলেও। ফলে লাঞ্চের পরের খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
18 Jun 2021, 05:48 PM IST
সাউদাম্পটনে এখনও জারি বৃষ্টি
সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বৃষ্টির জন্য এখনও শুরু করা যায়নি।
দ্বিতীয় ইনিংসে স্মৃতি মন্ধনা আউট হওয়া মাত্রই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। ভারত এখনও পিছিয়ে ১৩৬ রানে। শেফালি বর্মা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২০ রান করে অপরাজিত রয়েছেন।
18 Jun 2021, 05:40 PM IST
মন্ধনা আউট
দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেন দুই ভারতীয় ওপেনার। ৪ ওভারে ২৯ রান তুলে ফেলে ভারত। তবে পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হয়ে বসেন মন্ধনা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৮ রান করে ব্রান্টের শিকার হন স্মৃতি। নাতালির হাতে ধরা দিয়ে সাজঘরে ফেলের ভারতীয় ওপেনার। ভারত দ্বিতীয় ইনিংসে ২৯ রানের মাথায় ১ উইকেট হারায়।
18 Jun 2021, 05:15 PM IST
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু
প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে থেকে ফলো-অন করার পর দ্বিতীয় ইনিংস শুরু ভারতের। ওপেন করতে নামেন শেফালি ও মন্ধনা। বোলিং শুরু করেন ব্রান্ট।
18 Jun 2021, 05:14 PM IST
ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স
সোফি একলেস্টোন ৪টি উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন হেথার নাইট। ১টি করে উইকেট পেয়েছেন ব্রান্ট, শ্রুবসোল, নাতালি ও কেট।
18 Jun 2021, 05:13 PM IST
ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স
মন্ধনা ৭৮, শেফালি ৯৬, পুণম ২, শিখা ০, মিতালি ২, হরমনপ্রীত ৪, দীপ্তি অপরাজিত ২৯, তানিয়া ০, রানা ২, পূজা ১২ ও ঝুলন ১ রান করেন।
18 Jun 2021, 05:07 PM IST
ভারতকে ফলো-অন করাল ইংল্যান্ড
ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩১ রানে। ফলে-এন এড়ানোর জন্য দরকার ছিল ২৪৭ রান। ১৬ রান দূরে থেমে যেতে হয় মিতালিদের। ফলে ভারতকে পুনরায় ব্যাট করতে ডাকে ইংল্যান্ড।
18 Jun 2021, 05:03 PM IST
ঝুলন আউট
৮২তম ওভারের দ্বিতীয় বলে ঝুলন গোস্বামীকে বোল্ড করলেন শ্রুবসোল। ৩ বলে ১ রান করে সাজধরে ফিরলেন ঝুলন। ভারত ২৩১ রানে অল-আউট। ২৯ রানে অপরাজিত থাকেন দীপ্তি।
18 Jun 2021, 04:58 PM IST
পূজা আউট
৮১তম ওভারের প্রথম বলে পূজাকে বোল্ড করেন ক্যাথেরিন ব্রান্ট। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন পূজা। ভারত ২৩০ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার ঝুলন গোস্বামী। নতুন বল নিয়েই সাফল্য পেল ইংল্যান্ড।
18 Jun 2021, 04:55 PM IST
৮০ ওভারে ভারত ২৩০/৮
৮০ ওভার শেষে ভারত ৮ উইকেটে ২৩০ রান তুলেছে। দীপ্তি শর্মা ২৯ রানে ব্যাট করছেন। পূজা বস্ত্রকার ১২ রানে ব্যাট করছেন।
18 Jun 2021, 04:31 PM IST
৭৫ ওভারে ভারত ২০৩/৮
৭৫ ওভার শেষে ভারত ৮ উইকেটে ২০৩ রান তুলেছে। দীপ্তি শর্মা ১৪ রানে ব্যাট করছেন। এখনও খাতা খুলতে পারেননি পূজা।
18 Jun 2021, 04:21 PM IST
ভারত ২০০
৭৩তম ওভারে নাইটের দ্বিতীয় বলে চার মেরে ভারতকে দলগত ২০০ রানের গণ্ডি পার করান দীপ্তি শর্মা।
18 Jun 2021, 04:12 PM IST
রানা আউট
৭০তম ওভারে সোফি একলেস্টোনের তৃতীয় বলে জোনসের দস্তানায় ধরা পড়েন স্নেহ রানা। ১৬ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন রানা। ভারত ১৯৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। সোফির এটি ইনিংসে চতুর্থ শিকার
18 Jun 2021, 04:00 PM IST
সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম সেশন ভেস্তে যায়
ব্রিস্টলে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়।
দেখুন লাইভ আপডেট: WTC Final Live: প্রথম সেশনে খেলা হবে না, আপডেট দিল BCCI, পিছিয়ে গেল টস
18 Jun 2021, 03:55 PM IST
৬৫ ওভারে ভারত ১৯০/৭
৬৫ ওভার শেষে ভারত ৭ উইকেটে ১৯০ রান তুলেছে। স্নেহ রানা ২ ও দীপ্তি শর্মা ১ রানে ব্যাট করছেন। দিনের প্রথম ৫ ওভারে ভারত ৩ রান যোদ করে। ২টি উইকেট হারায়।
18 Jun 2021, 03:49 PM IST
তানিয়া আউট
ভারত তৃতীয় দিনে এখনও পর্যন্ত কোনও রান যোগ করতে পারেনি। এথচ ২টি উইকেট হারিয়ে বসল। ৬৪তম ওভারে একলেস্টোনের প্রথম বলে এলবিডব্লিউ হলেন তানিয়া ভাটিয়া। ৬ বল খেলে কোনও রান করতে পারেননি তানিয়া। ভারত ১৮৭ রানের মাথায় ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা।
18 Jun 2021, 03:39 PM IST
হরমনপ্রীত আউট
দিনের শুরুতেই আউট হয়ে বসলেন হরমনপ্রীত কউর। ৬২তম ওভারে একলেস্টোনের প্রথম বলেই এলবিডব্লিউ হন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৪ রান করেন হরমনপ্রীত। ভারত ১৮৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার তানিয়া ভাটিয়া।
18 Jun 2021, 03:32 PM IST
তৃতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হরমনপ্রীত ও দীপ্তি ব্যাটিং শুরু করেন। বোলিং শুরু করেন নাতালি সিভার।
18 Jun 2021, 03:30 PM IST
ফলো-অনের আশঙ্কা
ফলো-অন এড়াতে ভারতকে ২৪৬ রান টপকাতে হবে। সুতরাং, বাকি পাঁচ উইকেটে এখনও ৬০ রান যোগ করলে তবেই ফলো-অনের লজ্জা দূরে সরিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে বাধ্য করাতে পারবে ভারতীয় দল। উল্লেখ্য, চার দিনের ম্যাচ হওয়ায় ১৫০ রানের লিড থাকলেই ভারতকে ফলো-অন করাতে পারবে ইংল্যান্ড।
18 Jun 2021, 03:30 PM IST
দ্বিতীয় দিনের স্কোর
ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তোলে। দিনের শেষ বেলায় ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। হরমনপ্রীত ৪ ও দীপ্তি ০ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসের নিরিখে ভারত পিছিয়ে ২০৯ রানে।