ব্রিস্টলে টেস্ট অভিষেকেই ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন শেফালি বর্মা। এবার সেই ব্রিস্টলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের আগ্রাসী ওপেনার। স্বাভাবিকভাবেই ১৭ বছরের শেফালির ব্যাটে নতুন কোনও চমকের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।
দেখে নেওয়া যাক ভারত-ইংল্যান্ড মহিলা সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
ভারত-ইংল্যান্ড মহিলা সিরিজের প্রথম ওয়ান ডে কবে অনুষ্ঠিত হবে: ২৭ জুন, ২০২১ (রবিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে দুপুর ৩টেয়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: সোনি টেন-১ ও সোনি টেন-১ এইচডি চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV অ্যাপ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।