ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (IOA) সোমবার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) পরিচালনার জন্য একটি অ্যাড-হক কমিটি ঘোষণা করেছে। এই কমিটি গঠনের কারণ হল ফেডারেশনের চলতি ‘প্রশাসনিক অস্থিতিশীলতা’। এটি এমন এক সময়ে হয়েছে যখন ভারতীয় বক্সাররা প্যারিস অলিম্পিক্স থেকে কোনও পদক না এনে ফিরেছিলেন। এই ব্যর্থতার পিছনে ছিল দুর্বল প্রস্তুতি এবং বিদেশি কোচ বার্নার্ড ডানের বিতর্কিত বিদায়।
BFI-এর সভাপতি অজয় সিংয়ের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ ২ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তবে এখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হিন্দুস্তান টাইমস আগেই জানিয়েছিল যে BFI-তে প্রশাসনিক অচলাবস্থা এবং নির্বাচনের দেরি নিয়ে সমস্যা চলছে। IOA সভাপতি পি টি ঊষা সোমবার একটি চিঠিতে লিখেছেন, যার একটি অনুলিপি HT-এর কাছে রয়েছে, তাতে লেখা হয়েছে, ‘IOA নিবিড়ভাবে BFI-এর প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পরিচালনার নিয়ম অনুযায়ী, ২ ফেব্রুয়ারির মধ্যে BFI-র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেও নির্বাচন হয়নি, যার ফলে ফেডারেশনে প্রশাসনিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে।’
পিটি ঊষা আরও জানান যে তিনি অ্যাথলেট, কোচ এবং কর্মকর্তাদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পেয়েছেন, যেখানে বলা হয়েছে ভারতীয় বক্সাররা সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপও দু'বার পিছিয়ে দেওয়া হয়েছে। পিটি ঊষা বলেন, ‘এই পরিস্থিতি বিশ্ব মঞ্চে ভারতীয় বক্সিং-এর অগ্রগতি ও পারফরম্যান্সের জন্য ক্ষতিকর এবং তাৎক্ষণিকভাবে সংশোধনমূলক পদক্ষেপের প্রয়োজন।’
আরও পড়ুন … শেষ ওভারে ১৭ রান, পরে বোলিংয়ে বাজিমাত, WPL-র প্রথম সুপার ওভারে বাজিমাত সোফির!
দুই মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব পালন করা অজয় সিং IOA-এর সিদ্ধান্তকে ‘আইনের কোনও বৈধ কর্তৃত্ববিহীন এবং প্রক্রিয়াগত ন্যায়বিচারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। BFI পরবর্তীতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে। অজয় সিং বলেন, ‘BFI-কে কোনও আগাম নোটিশ দেওয়া হয়নি, এমনকি আমাদের অবস্থান ব্যাখ্যা করার, প্রশ্নের উত্তর দেওয়ার বা কোনও উদ্বেগের সমাধান করার সুযোগও দেওয়া হয়নি। এই মৌলিক প্রক্রিয়াগত ত্রুটির কারণে আদেশটি স্বেচ্ছাচারী ও আইনি ভিত্তিহীন হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এই আদেশ এমনভাবে জারি করা হয়েছে যা সুস্পষ্টভাবে কুটিল উদ্দেশ্যকে নির্দেশ করে। এছাড়া, IOA কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই এটি গৃহীত হয়েছে কিনা তা অস্পষ্ট, যা এর বৈধতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।’
আরও পড়ুন … দুই ICC টুর্নামেন্টের অভিষেকেই শতরান! ইতিহাস রাচিন, এমন রেকর্ড নেই বিরাটেরও
IOA-এর অ্যাড-হক কমিটির নেতৃত্বে থাকবেন ঝাড়খণ্ড অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মধুকান্ত পাঠক। BFI-এর সহ-সভাপতি রাজেশ ভাণ্ডারী, বক্সিং কর্মকর্তা ডি পি ভাট ও বীরেন্দ্র সিং ঠাকুর এবং বক্সার শিবা থাপা প্যানেলের অন্যান্য সদস্য হিসেবে থাকবেন। অ্যাড-হক কমিটি BFI-এর কার্যক্রম পরিচালনা করবে এবং ‘মুক্ত ও ন্যায়সঙ্গত নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এর কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করবে।’
প্যানেলকে অবিলম্বে বক্সিং সম্প্রদায়ের অভিযোগগুলি সমাধান, আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত এবং দ্রুত নির্বাচনের দিকে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। BFI-এর এক কর্মকর্তা HT-কে জানান, ফেডারেশনের মধ্যে বিভিন্ন গোষ্ঠী গঠিত হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে, যেখানে সাম্প্রতিক জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অধীনে বক্সিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ২৪টি রাজ্য ইউনিট সিংকে নির্বাচনের আহ্বান জানাতে একটি প্রস্তাব পাস করেছিল। এক কর্মকর্তা বলেন, ‘যখন নির্বাচন ডাকা হয়নি, তখন BFI সদস্যরা IOA সভাপতিকে চিঠি লিখে এই গুরুতর পরিস্থিতির দিকে নজর দেওয়ার অনুরোধ জানায়।’
আরও পড়ুন … ভারতকে চমকে দিতে চেয়েছিলেন! এবার ছাঁটাইয়ের মুখে পাকিস্তানের হেড কোচ- রিপোর্ট
অজয় সিংয়ের বিরোধীরা দাবি করেছেন যে প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলের দুর্বল পারফরম্যান্স এবং তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতার অভাব নিয়ে বড় সমস্যা রয়েছে, কারণ সাব-জুনিয়র ও জুনিয়র জাতীয় প্রতিযোগিতা গত চার বছর ধরে অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে, সিংয়ের সমর্থকরা বলছেন, ‘কিছু মানুষ ক্ষমতা দখল করতে ইচ্ছুক বলে এই অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।’
BFI দিল্লি হাইকোর্টের একটি আদেশের দিকেও ইঙ্গিত করেছে, যেখানে আদালত IOA-এর বিহার অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (BOA)-তে অ্যাড-হক কমিটি নিয়োগের আদেশ বাতিল করেছে, কারণ রাজ্য ইউনিট তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল। BOA জানায়, IOA-এর সিদ্ধান্ত ‘একতরফা ও অসাংবিধানিক’ এবং IOA কার্যনির্বাহী কমিটির সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই নির্বাচিত সংস্থাটিকে প্রতিস্থাপন করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।