বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 4th Test: লড়াকু শতরান খোয়াজার, দিনের শেষে ব্যাকফুটে দেখাচ্ছে ভারতকে
IND vs AUS 4th Test: লড়াকু শতরান খোয়াজার, দিনের শেষে ব্যাকফুটে দেখাচ্ছে ভারতকে
8 মিনিটে পড়ুন Updated: 09 Mar 2023, 04:46 PM IST লেখক Abhisake Koley
India vs Australia 4th Test Day 1 Live Score: টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি দলনায়ক স্টিভ স্মিথ। দিনের প্রথম সেশনে ২টি উইকেট তুলে নেয় ভারত। দ্বিতীয় সেশনে কোনও সাফল্য পায়নি টিম ইন্ডিয়া। তৃতীয় সেশনে একজোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া।
শতরান খোয়াজার। ছবি- পিটিআই।
নাগপুর ও দিল্লির প্রথম ২টি টেস্টে জয় তুলে নিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এগিয়ে যায় ভারত। পরে ইন্দোরের তৃতীয় টেস্ট জিতে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। এই অবস্থায় আমদাবাদের চতুর্থ তথা শেষ টেস্টটি উভয় দলের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারত শেষ টেস্ট জিতে সিরিজের দখল নিতে মরিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর। এখন দেখার যে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ হাসি হাসে কারা।
09 Mar 2023, 04:46 PM IST
ব্যাকফুটে দেখাচ্ছে ভারতকে
এমনটা নয় যে, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিরাট রানের বোঝা চাপিয়ে দিয়েছে ভারতের ঘাড়ে। তবে তারা বড় রানের মঞ্চ গড়ে ফেলেছে বলতেই হয়। ভারতকে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। বল ঘুরতে শুরু করলে রোহিতদের কাজ সহজ হবে না। তাই প্রথম দিনে অস্ট্রেলিয়া যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাতে ভারতকেই ব্যাকফুটে দেখাচ্ছে। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি অল-আউট করতে না পারলে বিপদে পড়তে পারে টিম ইন্ডিয়া।
09 Mar 2023, 04:34 PM IST
লড়াকু শতরান খোয়াজার, প্রথম দিনের খেলা শেষ
১৫টি বাউন্ডারির সাহায্যে ২৪৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন উসমান খোয়াজা। ৯০ ওভার শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে। প্রথম দিনের শেষে খোয়াজা নট-আউট থাকেন ব্যক্তিগত ১০৪ রানে। ২৫১ বলের ইনিংসে তিনি ১৫টি চার মারেন। ক্যামেরন গ্রিন নট-আউট থাকেন ব্যক্তিগত ৪৯ রানে। ৬৪ বলের ইনিংসে তিনি ৮টি চার মারেন। শামি ৬৫ রানে ২টি উইকেট নিয়েছেন। অশ্বিন ৫৭ রানে ১টি উইকেট পকেটে পোরেন। ৪৯ রানে ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
09 Mar 2023, 04:31 PM IST
২৫০ ছুঁল অস্ট্রেলিয়া
৮৯ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৫০ রান। উসমান খোয়াজা ৯৯ রান ব্যাট করছেন। ৪৯ রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন।
09 Mar 2023, 04:19 PM IST
ব্যাট চালাচ্ছেন গ্রিন
৮৫তম ওভারে শামির বলে ২টি চার মারেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৩৫ রান। গ্রিন ৪৯ বলে ৩৭ রান করেছেন। মেরেছেন ৬টি চার। খোয়াজা ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তিনি ২৩৬ বলে ৯৬ রান করেছেন। তিনি ১৪টি চার মেরেছেন।
09 Mar 2023, 04:02 PM IST
জোড়া বাউন্ডারি গ্রিনের
৮২তম ওভারে দ্বিতীয় নতুন বল নেয় ভারত। উমেশ যাদবের ওভারে ২টি চার মারেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২১৩ রান। গ্রিন ২৪ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 03:56 PM IST
২০০ টপকাল অস্ট্রেলিয়া
পুরনো বলে ভারতীয় স্পিনারদের সামনে স্বচ্ছ্বন্দ দেখায়নি অজি ব্যাটসম্যানদের। ৭৭, ৭৮ ও ৭৯তম ওভারে কোনও রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ৮০তম ওভারে ১ রান সংগ্রহ করেন খোয়াজা। ৮১তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৮১ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২০১ রান। খোয়াজা ২২৯ বলে ৮৮ রান করেছেন। ৩২ বলে ১২ রান করেছেন ক্যামেরন গ্রিন।
09 Mar 2023, 03:28 PM IST
আগ্রাসী শুরু গ্রিনের
৭৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৮৫ রান। ২০৮ বলে ৭৫ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ১১টি চার মেরেছেন। ১১ বলে ৯ রান করেছেন ক্যামেরন গ্রিন। তিনি ২টি চার মেরেছেন।
09 Mar 2023, 03:13 PM IST
শামির দ্বিতীয় শিকার পিটার
৭০.৪ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। ২৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। অস্ট্রেলিয়া ১৭০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। খোয়াজা ৬৯ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 03:01 PM IST
প্রথম বাউন্ডারি হ্যান্ডসকম্বের
৬৭.৪ ওভারে জাদেজার বলে স্টেপ-আউট করে চার মারেন পিটার হ্যান্ডসকম্ব। ৬৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৬০ রান। খোয়াজা ৬৭ ও পিটার ৯ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 02:41 PM IST
স্মিথকে ফেরালেন জাদেজা
৬৩.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। অস্ট্রেলিয়া ১৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব।
09 Mar 2023, 02:38 PM IST
১৫০ ছুঁল অস্ট্রেলিয়া
চায়ের বিরতির পরে বোলিং শুরু করেন উমেশ যাদব। ৬৩তম ওভারে অস্ট্রেলিয়া দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। তাদের স্কোর ২ উইকেটে ১৫০ রান।
09 Mar 2023, 02:12 PM IST
চায়ের বিরতি
চায়ের বিরতির আগে দ্বিতীয় সেশনের শেষ ওভারে রোহিত বল তুলে দেন শ্রেয়স আইয়ারের হাতে। চায়ের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৪৯ রান। তারা সাকুল্যে ৬২ ওভার ব্যাট করেছে। স্টিভ স্মিথ ১২৯ বলে ৩৮ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। উসমান খোয়াজা ১৮০ বলে ৬৫ রান করেছেন। তিনি ১০টি চার মেরেছেন।
09 Mar 2023, 02:01 PM IST
টেস্টে ১০ হাজার নয়, বিশ্বকাপ জয়ের মুহূর্তই সেরা: সানি
আমদাবাদের এই মাঠেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার টেস্ট রান পূর্ণ করেন সুনীল গাভাসকর। এদিন ধারাভাষ্য দেওয়ার সময় সানি জানান, প্রথম ক্রিকেটার হিসেবে কোনও কৃতিত্ব অর্জন করলে ভালো লাগে। তবে বিশ্বকাপ জয়ের মুহূর্তটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত। বাকি কোনও স্মৃতি তার ধারাকাছে আসে না।
09 Mar 2023, 01:52 PM IST
শক্ত ভিতে অস্ট্রেলিয়া
দ্বিতীয় সেশনে উইকেটের খোঁজে রয়েছে ভারত। ৫৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৪১ রান। স্টিভ স্মিথ ১০৮ বলে ৩৩ রান করেছেন। ১৬৫ বলে ৬২ রান করেছেন উসমান খোয়াজা।
09 Mar 2023, 01:41 PM IST
জমাট জুটি স্মিথ-খোয়াজার
৬০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন স্মিথ ও খোয়াজা। ৫২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৩২ রান। খোয়াজা ৫৬ রানে ব্যাট করছেন। ৩০ রানে নট-আউট রয়েছেন স্মিথ।
09 Mar 2023, 01:27 PM IST
হাফ-সেঞ্চুরি খোয়াজার
৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উসমান খোয়াজা। ৪৯ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২৮ রান। খোয়াজা ৫৬ ও স্মিথ ২৬ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 12:59 PM IST
১০০ টপকাল অস্ট্রেলিয়া
৪২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। অজিদের সংগ্রহে রয়েছে ২ উইকেটে ১০৫ রান। খোয়াজা ৪৭ রানে ব্যাট করছেন। ১২ রান করেছেন স্মিভ স্মিথ।
09 Mar 2023, 12:51 PM IST
৪০ ওভারের খেলা শেষ
৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৯৮ রান। উসমান খোয়াগা ৪২ রানে ব্যাট করছেন। অজি দলনায়ক স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত রয়েছেন। একদিক দিয়ে অশ্বিন ও অপর প্রান্ত দিয়ে অক্ষর বল করছেন।
09 Mar 2023, 12:35 PM IST
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় খোয়াজা
৩৫ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান। ১১৩ বলে ৪০ রান করেছেন খোয়াজা। তিনি ৭টি চার মেরেছেন। ৩৪ বলে ৮ রান করেছেন স্টিভ স্মিথ। তিনি ১টি চার মেরেছেন।
09 Mar 2023, 12:15 PM IST
লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের পরে প্রথম ওভারেই জাদেজাকে বাউন্ডারি মারেন উসমান খোয়াজা। ৩০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮১ রান। খোয়াজা ৩২ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 11:36 AM IST
মধ্যাহ্নভোজের বিরতি
প্রথম দিনের প্রথম সেশনে জোড়া সাফল্য ভারতের। লাঞ্চে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। তারা ২৯ ওভার ব্যাট করেছে। ৯৪ বলে ২৭ রান করে অপরাজিত রয়েছেন খোয়াজা। তিনি ৫টি চার মেরেছেন। ১৭ বলে ২ রান করেছেন স্টিভ স্মিথ। অশ্বিন ১০ ওভারে ৪টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৮ ওভারে ২টি মেডেন-সহ ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন শামি।
09 Mar 2023, 11:27 AM IST
সতর্ক ব্যাটিং অস্ট্রেলিয়ার
ল্যাবুশান আউট হওয়ার পরে ৪ ওভারে মাত্র ২ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। লাঞ্চের আগে নতুন করে কোনও উইকেট খোয়াতে রাজি নয় অস্ট্রেলিয়া। ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৫ রান।
09 Mar 2023, 11:08 AM IST
ল্যাবুশানকে ফেরালেন শামি
২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান। অস্ট্রেলিয়া ৭২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৩ রান। খোয়াজা ২৬ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 10:58 AM IST
লড়াই জারি খোয়াজার
২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭২ রান। ৬৫ বলে ২৬ রান করেছেন উসমান খোয়াজা। মেরেছেন ৫টি চার। ১২ বলে ৩ রান করেছেন মার্নাস ল্যাবুশান।
09 Mar 2023, 10:53 AM IST
সুনীল গাভাসকর এবং পার্লে-জি
ধারাভাষ্য দেওয়ার সময় হাতে পার্লে-জি বিস্কুট নিয়ে মজাদার কাহিনী শোনালেন সুনীল গাভাসকর। তিনি জানান, বিদেশে খেলতে গেলেও তাঁর মা পার্লে-জি বিস্কুট পাঠিয়ে দিতেন আলাদা করে।
09 Mar 2023, 10:41 AM IST
হেডকে ফেরালেন অশ্বিন
১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া ৬১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।
09 Mar 2023, 10:39 AM IST
১৫ ওভারেই ১০টি বাউন্ডারি অস্ট্রেলিয়ার
১৫ ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ইতিমধ্যেই সাকুল্যে ১০টি চার মেরেছেন। অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৬১ রান। হেড ৩২ ও খোয়াজা ১৮ রানে ব্যাট করছেন। হেড ৭টি ও খোয়াজা ৩টি চার মেরেছেন।
09 Mar 2023, 10:29 AM IST
৫০ টপকাল অস্ট্রেলিয়া
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৩৯ বলে ৩১ রান করেছেন ট্রেভিস হেড। তিনি ৭টি চার মেরেছেন। ৪০ বলে ১০ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ১টি চার মেরেছেন।
09 Mar 2023, 10:16 AM IST
স্পিন আক্রমণ শুরু ভারতের
দশম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় ভারত। বোলিংয়ে আসেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি রবিচন্দ্রন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩০ রান। হেড ১১ ও খোয়াজা ৮ রানে ব্যাট করছেন।
09 Mar 2023, 10:00 AM IST
হেডের ক্যাচ ছাড়লেন ভরত
৫.৩ ওভারে উমেশের বলে চার মারেন ট্রেভিস হেড। ৫.৫ ওভারে উমেশের বলে হেডের অতি সহজ ক্যাচ ছাড়েন উইকেটকিপার কেএস ভরত। হেড তখন ৭ রানে ব্যাট করছিলেন। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৩ রান। ৫ রানে ব্যাট করছেন খোয়াজা।
09 Mar 2023, 09:54 AM IST
৫ ওভারেই ১১ রান অতিরিক্ত
তৃতীয় ওভারে শামির বলে আরও ১টি বাই-চার পায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে কোনও রান খরচ করেননি উমেশ। পঞ্চম ওভারে শামি ১টি নো-বল করেন। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৭ রান। খোয়াজা ৫ ও হেড ১ রানে ব্যাট করছেন। ১১ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
09 Mar 2023, 09:40 AM IST
মেডেন ওভারে শুরু উমেশের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। তিনি নিজের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১০ রান।
09 Mar 2023, 09:32 AM IST
ম্যাচ শুরু
উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন মহম্মদ শামি। শুরুতেই ওয়াইডে খাতা খোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় বলে বাই চার পায় তারা। পঞ্চম বলে চার মারেন খোয়াজা। প্রথম ওভারে ১০ রান ওঠে। ৬ রান আসে অতিরিক্ত হিসেবে।
আমদাবাদে সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মহম্মদ শামিকে।
09 Mar 2023, 08:59 AM IST
দুই ক্যাপ্টেনের হাতে টুপি তুলে দিলেন প্রধানমন্ত্রীরা
টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
09 Mar 2023, 08:51 AM IST
দু'দেশের প্রধানমন্ত্রীকে বরণ করল বিসিসিআই
টসের আগে অজি প্রধানমন্ত্রীর হাতে বিশেষ স্মারক তুলে দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বোর্ড সচিব জয় শাহ স্মরক তুলে দেন নরেন্দ্র মোদীর হাতে।
09 Mar 2023, 08:48 AM IST
প্রাণ রয়েছে পিচে
পিচে সবুজ ঘাস রয়েছে। আমদাবাদের কালো মাটির পিচে বাউন্স থাকবে। প্রথম দিনে বল তেমন একটা নাও ঘুরতে পারে। তবে দ্বিতীয় দিন থেকে বল টার্ন করবে বলে পিচ রিপোর্টে দাবি সুনীল গাভাসকরের।
09 Mar 2023, 08:36 AM IST
স্টেডিয়ামে পৌঁছলেন দু'দেশের প্রধানমন্ত্রী
আমদাবাদ টেস্টের প্রথম দিনে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই মতো সকাল সকাল মোতেরায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ৩টি সিরিজ জিতেছে ভারত। এবার ট্রফি ধরে রাখা নিশ্চিত করলেও এখনও সিরিজ জয় নিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার। আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়াকে হারালে বা টেস্ট ট্র করলে ভারত টানা চতুর্থবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে। ১. ২০১৬-১৭ মরশুমের হোম সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয় পায়। ২. ভারত ২০১৮-১৯ মরশুমের অ্যাওয়ে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ৩. ভারত ২০২০-২১ মরশুমের অ্যাওয়ে সিরিজেও ২-১ ব্যবধানে অজিদের হারায়।
09 Mar 2023, 07:52 AM IST
তিনটি লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত
আমদাবাদে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে একসঙ্গে তিনটি লক্ষ্যে পৌঁছতে পারবে ভারত। প্রথমত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া। দ্বিতীয়ত, ৩-১ ব্যবধানে চলতি সিরিজের দখল নেবেন রোহিতরা। তৃতীয়ত, অস্ট্রেলিয়াকে টপকে এক নম্বর টেস্ট দলে পরিণত হবে ভারত।