শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় যুবভারতীতে এটিকে মোহনবাগানের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গিয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। লিস্টন কোলাসোর হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলে বসুন্ধরাকে হারিয়ে এটিকে মোহনবাগান এখনও বাঁচিয়ে রেখেছে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা। তবে মোহনবাগানের কাছে বিষয়টি একেবারেই সহজ হবে না। প্রথম ম্যাচে গোকুলাম কেরালার কাছে ৪-২ ফলে হারের কারণে পরবর্তী নক আউট রাউন্ডে যাওয়ার পথ তাদের জন্য কঠিন হয়েছে। নিজেদের পরবর্তী ম্যাচ তো তাদের জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।
যদিও মাজিয়া স্পোর্টসের কাছে গোকুলাম হেরে যাওয়ার ফলে কিছুটা হলেও সুবিধা হয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। এটিকে মোহনবাগান গ্রুপ-ডি'তে তাদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের চ্যাম্পিয়ন দল মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে। মাজিয়ার বিরুদ্ধে ২৪ তারিখ মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। এই ম্যাচে তাদেরকে জিততেই হবে। উল্লেখ্য সেই দিনেই অপর ম্যাচে মুখোমুখি হবে গোকুলাম কেরালা এবং বসুন্ধরা কিংস।
আসুন বুঝে নেওয়া যাক ঠিক কোন সমীকরণে চলতি এএফসি কাপের পরের রাউন্ড অর্থাৎ নক আউটের দরজা খুলতে পারে এটিকে মোহনবাগান। কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগান সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন ২৪ তারিখের ফলাফলের দিকে।
১) দৃশ্যপট ১:-
কীভাবে কোয়ালিফিকেশনের দরজা খুলবে এটিকে মোহনবাগানের:
∆ প্রথম ম্যাচ বসুন্ধরা জিতল বা ড্র করল এবং দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগান জিতল। সেক্ষেত্রে নক আউটে যাবে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।