সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দারুণ শেয়ার হয়েছে যেখানে দাবি করা হয়েছে সেই পোস্টটি নাকি লিখেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কী লেখা আছে তাতে? ভারত, পাকিস্তানের অশান্তি আবহে বামপন্থীদের যুদ্ধ বিরতি মিছিলকে কটাক্ষ করেছেন। কিন্তু এবার এই মর্মে একটি বিবৃতি জারি করল উইন্ডোজ প্রোডাকশন হাউজ।
আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে আর কোনও কাজ নয়! কেন অভিনেতাকে বয়কটের ডাক দিলেন টেকনিশিয়ানরা?
কী ঘটেছে?
এদিন যে পোস্ট ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে লেখা পোস্টে লেখা আছে বামপন্থীদের নিয়ে নানা কটূ কথা। এই পোস্টের একটি অংশে লেখা, 'মিরাতুন নাহার নামক ভদ্র মহিলার প্রতি শ্রদ্ধা ছিল, আজ তার সবটুকু উবে গেল। অন্যদিকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ উকিল সর্বজন শ্রদ্ধেয় মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেছেন যদি পাকিস্তানে জঙ্গি ঘাঁটি থেকে। যদি বলার অর্থ বিকাশ বাবুর মতো এত বিচক্ষণ মানুষ এখনও সন্দিহান, ওঁর মধ্যে পাকিস্তান প্রীতি প্রবলভাবে বিরাজমান। আসলে কী জানেন ভারতীয় বামপন্থী এবং চাইনিজ বামপন্থীদের মধ্যে একটা অমিল, চাইনিজ বামপন্থীরা শুধু চিনকে ভালোবাসেন। আর ভারতীয় বামপন্থীরা চিন, পাকিস্তান, কিউবা, প্যালেস্তাইন, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলাকে ভালোবাসে। ভারতকে ওরা কোনওকালেই ভালোবাসেনি। তাই ওরা স্বাধীনতার সময় বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়।'
এদিন এই পোস্ট শেয়ার করে উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে জানানো হয় এই ভাইরাল পোস্টটি মোটেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা নয়। বরং পুরোটাই ফেক। তাঁদের তরফে একটি বিবৃতি জারি করে লেখা হয়েছে, 'আমরা জানতে পেরেছি যে একটি ভুয়ো স্টেটমেন্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে হোয়াটসঅ্যাপে ছড়ানো হয়েছে। আমরা সবাইকে জানাতে চাই এই মেসেজটি সম্পূর্ণ ফেক এবং ভিত্তিহীন। কিছু ব্যক্তি নিজেদের উদ্দেশ্য পূরণ করতে ইচ্ছাকৃত ভাবে ওর নাম এবং খ্যাতি ব্যবহার করছে ভুল তথ্য ছড়াতে। আমরা সবাইকে অনুরোধ করব যাতে কেউ এসব ভুল খবর না ছড়ান।'
আরও পড়ুন: 'না পাওয়ার রং নাও...' টেস্ট ক্রিকেটকে বিদায়, বিরাটকে শুভেচ্ছাবার্তা সৃজিতের, কী লিখলেন ভিকিরা?
আরও পড়ুন: কোহলি অবসর ঘোষণা করতেই অনুষ্কাকে আক্রমণ! দোষারোপের মাঝে বিরাট-পত্নী লিখলেন, ‘যে লড়াই , যে কান্না…’
প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত ছবি আমার বস। সেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামীতে পুজোর সময় আসছে তাঁদের রক্তবীজ ২।