বড় পর্দার অতি পরিচিত মুখ তিনি। কথা ছিল আগামীতে তাঁকে দেব অভিনীত রঘু ডাকাত ছবিতে দেখা যাবে। তবে কি এবার বিশ বাঁও জলে সেটা? জানা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা। তাঁরা জানিয়েছেন অভিনেতার সঙ্গে তাঁরা আর কোনও কাজ করবেন না। কিন্তু কেন?
আরও পড়ুন : ছোট থেকেই কানে কম শুনতেন ইব্রাহিম, সমস্যা ছিল কথাতেও! সইফ পুত্র বললেন, 'এখনও পুরোটা...'
আরও পড়ুন : উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
কী ঘটেছে?
এসভিএফের প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্যর দল তথা ব্যান্ড হুলিগানিজমের মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। বুধবার, ১৪ মে সেই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিয়ো শ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু জানা গেল সেই মিউজিক ভিডিয়োর শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে আর কোনও টেকনিশিয়ান কাজ করবেন না। তাঁদের তরফে এই কথা প্রযোজনা সংস্থা অর্থাৎ SVF কে জানিয়ে দেওয়া হয় ১৩ মে।
একাধিক পরিচালক ফেডারেশনের কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, তাঁরা আইনি পথে হাঁটেন। এই পরিচালকদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। তবে কেবল পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও অনির্বাণের সঙ্গে আর কাজ করতে চান না টেকনিশিয়ানরা সেটা এদিন স্পষ্ট হয়ে গেল।
হুলিগানিজমের যে মিউজিক ভিডিয়ো শ্যুট হওয়ার কথা ছিল সেখানে গায়ক, অভিনেতা হিসেবেই দেখা যেত অনির্বাণকে যেমনটা মেলার গান মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে। তাঁদের এই ব্যান্ডের মিউজিক ভিডিয়োর পরিচালনা করছেন অভিনেতা ঋদ্ধি সেন। সেখানে দাঁড়িয়েও এদিন অনির্বাণের এই প্রজেক্টে কাজ করবেন না বলে জানিয়ে দেন টেকনিশিয়ানরা।
আরও পড়ুন : 'না পাওয়ার রং নাও...' টেস্ট ক্রিকেটকে বিদায়, বিরাটকে শুভেচ্ছাবার্তা সৃজিতের, কী লিখলেন ভিকিরা?
আরও পড়ুন : কোহলি অবসর ঘোষণা করতেই অনুষ্কাকে আক্রমণ! দোষারোপের মাঝে বিরাট-পত্নী লিখলেন, ‘যে লড়াই , যে কান্না…’
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, হুলিগাজিমের প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন শুভার্থী বিশ্বাস। তাঁর সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চান না বলে সম্প্রতি দ্য ওয়ালের তরফে একটি রিপোর্টে জানানো হয়। তারপরই এদিন জানা গেল অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চাইছেন না।