কিছুদিনের মধ্যেই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কনে দেখা আলো। ধারাবাহিকের নাম এবং কলাকুশলীদের মুখ ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছিল চ্যানেলের তরফ থেকে। এবার প্রকাশ্যে এল ছবির নতুন প্রমো। কবে থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক?
প্রমো প্রসঙ্গে
প্রমো শুরু হতেই দেখা যাচ্ছে রাস্তায় বাস আটকে চলছে ডাকাতি। শুরু হয়ে যায় হুলস্থুল কান্ড। সেখানে অন্যদের মতো আটকে পড়ে দুই নব দম্পতি। কিন্তু আচমকাই বোমা পড়ায় সেখান থেকে পালাতে সক্ষম হয় যাত্রীরা।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
কিন্তু নব দম্পতির মধ্যে একজন ভুল করে অন্যের স্ত্রীকে নিয়ে চলে যান, যা দেখে আর এক নববধূ পালানোর সুযোগ পেয়ে যান। সঙ্গে সঙ্গে তিনিও মাথায় ঘোমটা দিয়ে সেখান থেকে চলে যান আর একজনের স্বামীর সঙ্গে। এখানেই শুরু হয় ধারাবাহিকের গল্প।
বধূবরণ করতে গিয়েই সকলেই হয়ে যান হতভম্ব। শহরের মেয়ে পৌঁছে যায় গ্রামে আর অন্যদিকে গ্রামের মেয়ে পৌঁছে যায় শহরের বিশাল বড় প্রাসাদে। এইভাবেই শুরু হবে দুই ঘরহারা বধূর নতুন করে ঘর বাঁধার গল্প।
এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন দুই শালিক খ্যাত নন্দিনী দত্ত। অভিনয় করবেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। সাইনার এটি দ্বিতীয় ধারাবাহিক, তবে মুখ্য চরিত্রে এই প্রথম অভিনয় করবেন তিনি।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অভিষেক চট্টোপাধ্যায় সর্বশেষ অভিনয় করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পে। সাইনাও এবার নিজের নতুন পথের যাত্রা শুরু করতে শুরু করেছেন লেখিকার হাত ধরেই। কিছুদিন আগেই এই মর্মে তিনি একটি পোস্ট করে সকলকে জানিয়েছিলেন এই কথা।
নন্দিনী এবং সাইনা ছাড়া অভিনয় করবেন মৈনাক ঢোল এবং সোমরাজ মাইতি। তবে ধারাবাহিকটি কবে থেকে এবং কখন দেখানো হবে তা এখনও জানা যায়নি। প্রমো প্রকাশ্যে এনে চ্যানেলের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঘর হারিয়ে ঘর বাঁধা কি হবে গ্রামের লাজু ও শহরের বনলতার? আসছে নতুন ধারাবাহিক কনে দেখা আলো। চোখ রাখুন শুধুমাত্র জি বাংলার পর্দায়।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
প্রসঙ্গত, এই ধারাবাহিকটি প্রথম প্রকাশে আসতেই অনেকে আমির খানের ‘লাপাতা লেডিস’ সিনেমার সঙ্গে তুলনা করেছিলেন এই ধারাবাহিকের। এবার প্রমো মুক্তি হওয়ার পরে ফের আরও একবার করা হল তুলনা। কেউ কেউ লিখেছেন, লাপাতা লেডিস সিনেমার এটা কি বাংলা ভার্সন?
কেউ আবার ব্যঙ্গাত্মক মন্তব্য করে লিখেছেন, এখন ফোনের যুগে এই সমস্যা তো হওয়ার কথাই নয়। কেউ কেউ আবার লিখেছেন, বউ বদলে গেলে যে মানুষের মনের অবস্থা কি হয় সেটা আপনারা বোঝেন না! বুঝলে এমন গল্প লিখতেন না।