দুনিয়ায় কত কিছুই না ঘটে যেটার উত্তর বা ব্যাখ্যা পাওয়া যায় না যুক্তি দিয়ে। ঠিক তেমনি দুটো ঘটনার সাক্ষী ছিলেন বং গাই। ওরফে কিরণ দত্ত। যে দুই ভৌতিক ঘটনা অনুভব করেছেন এবং দেখেছেন সেগুলোর প্রসঙ্গে কী জানালেন?
আরও পড়ুন: ৪ বোনের 'দাদামণি' আসছে শীঘ্রই! নাম ভূমিকায় প্রতীক? কোন চ্যানেলে কবে থেকে দেখা যাবে?
কী ঘটেছে?
মাসখানেক আগে ইউটিউবার গৌরব তপাদারের শোয়ে এসেছিলেন কিরণ দত্ত। সেখানেই তিনি এমন দুটি ভৌতিক ঘটনার কথা জানান যার সাক্ষী তিনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে কিরণ জানান, 'যেটা আমার নতুন ফ্ল্যাট, ২০২১ সালে নিয়েছি যেটা ওখানে। রাত ধর ৩ টে মতো বাজে। আমি শুয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম ওই ঘরে কেউ বসে আছে। আমি ভাবছি আমি কি ভুল দেখছি, ঘুমের ঘোরে উল্টোপাল্টা দেখছি, স্বপ্ন দেখছি? বেডরুম থেকে স্টুডিওর দিকে যাচ্ছি দেখলাম সেরকম ভাবে আর কিছু নেই। এটার আমার কাছে আজ অবধি কোনও যুক্তি নেই।'
এরপর তিনি আরেকটা ঘটনার কথা বলতে গিয়ে বলেন, 'এবং দ্বিতীয় যে ঘটনা সেটারও কোনও যুক্তি নেই। একটা পাহাড়ি জায়গায় আমরা ছয়জন বন্ধু মিলে ঘুরতে গিয়েছি। লাঞ্চ করতে গিয়েছি, গিয়ে দেখলাম সাতটা প্লেট, বলায় বলল আপনারা সাতজন ছিলেন না? আমরা ভাবলাম ভুল গুনেছে। কিন্তু থালটা তুলল না ওখান দিয়ে। সন্ধ্যাবেলা বনফায়ার করা হবে, হঠাৎ আমরা খেয়াল করছি একটা রুমে লাইট জ্বলছে আর বন্ধ হচ্ছে। দেখলাম ছয়জন আমরা ওখানেই দাঁড়িয়ে। ভাবলাম শর্ট সার্কিট হবে হয়তো বা অন্য সমস্যা। যা হচ্ছে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। খেয়ে উঠেই বৃষ্টি শুরু হল। আমরা ঠিক করলাম একটা রুমে আমরা সবাই মিলে গল্প করব। অন্য ঘরে দরজা বন্ধ করে গল্প করতে শুরু করলাম। বসে আছি। দিয়ে আমরা একটু পর খেয়াল করলাম কাচের দরজার মধ্যে দুটো হাতের ছাপ। এবং মানুষের হাতের তুলনায় যথেষ্ট বড় সেই হাতের ছাপ। চমকে গিয়েছিলাম।' এই জনপ্রিয় ইউটিউবার আরও জানান, 'আমি উঠে বসলাম, বিদ্যুৎ চমকাল, আর দরজাটা পুরো খুলে গেল। বৃষ্টিও থেমে গেল। ওই রুমেই একটি লাগোয়া বাথরুম ছিল ওখান থেকে শব্দ আসতে থাকে। সেই রাতেই আমরা ব্যাগ পত্তর গুছিয়ে, গাড়িতে সোজা টাটা বাই বাই। অন্য জায়গায় গিয়ে থেকেছিলাম।'
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের অংশ ছিলেন স্বামী, দিদির মঞ্চে কোন গল্প শোনালেন ভারতীয় জওয়ানের স্ত্রী?