দিদি নম্বর ওয়ানে বাংলা তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত মহিলারা আসেন, তাঁদের জীবনের নানা অনুপ্রেরণামূলক গল্প শোনান। কিন্তু এবার শোনা যাবে এক ভারতীয় সেনার স্ত্রীর জীবনের কথা।
আরও পড়ুন: ৪ বোনের 'দাদামণি' আসছে শীঘ্রই! নাম ভূমিকায় প্রতীক? কোন চ্যানেলে কবে থেকে দেখা যাবে?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানের আগামী পর্বের একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সুপর্ণা রোহিত শাহ নামক এক মহিলা আসতে চলেছেন এই নন ফিকশন শোয়ের আগামী পর্বে। তিনি জানাবেন যে তাঁর স্বামী ভারতীয় সেনা বাহিনীতে আছেন। শুধু তাই নয়, তিনি অপারেশন সিঁদুরের অংশ ছিলেন।
সেই জওয়ানের স্ত্রীকে বলতে শোনা যায় 'আমার মেয়ের চার বছর বয়স। ও এখনও ভালো করে বোঝেনি বাবা কী। পাইনি বাবাকে তেমন ভাবে। কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে দারুণ গর্বিত।' সেই জওয়ানের একটি ভিডিয়ো ক্লিপ দেখা যায়। তাঁকে সেখানে বলতে শোনা যায়, 'আমার স্ত্রী আমার কাছে অনুপ্রেরণা, কারণ ও যতদিন আছে আমি দেশের জন্য ততদিন নিশ্চিন্তে কাজ করে যেতে পারব।' রচনাকেও এদিন সেই ব্যক্তির উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'ভারতবাসী হিসেবে আপনাদের সকলের জন্য আমরা গর্বিত।'
প্রসঙ্গত এদিন বদলে গিয়েছে দিদি নম্বর ওয়ানের সময়। বর্তমানে দিদি নম্বর ওয়ান সোম থেকে শনিবার পর্যন্ত সাড়ে চারটে থেকে দেখা যাবে। রবিবার করে যেমন রাত সাড়ে ৮টা থেকে দেখা যায় দিদি নম্বর ওয়ানের সানডে ধামাকা পর্ব তেমনি দেখা যাবে। আর এই অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সেনার স্ত্রী যে পর্বে উপস্থিত থাকবেন সেটা দেখা যাবে আগামী মঙ্গলবার ২৭ মে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! অগস্টেই মুক্তি পাচ্ছে দেব - শুভশ্রীর ধূমকেতু? ইঙ্গিত দিয়ে কী বললেন রানা?