জি বাংলায় যেন নতুন ধারাবাহিকের মেলা বসেছে। মাত্র দুই আড়াইয়ে অনেক সময় যেমন শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক, তেমনি আসছে নতুন নতুন গল্প। রাণী ভবানী, কুসুম, ইত্যাদির ভিড়ে ঝলক দেখা গেল এই চ্যানেলের নতুন ধারাবাহিকের। জানা গিয়েছে এই নতুন সিরিয়ালের নাম হতে চলেছে আমাদের দাদামণি। যদিও এই খবর আগেই হিন্দুস্তান টাইমস বাংলা আপনাদের দিয়েছিল।
দাদামণি ধারাবাহিকের ঝলক
জি বাংলার তরফে যে অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো পোস্ট করা হয়েছে আমাদের দাদামণির সেখানে দেখা যাচ্ছে মাঝে মেরুন পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে দাদা। আর তার দুই পাশে চার বোন। তারা একে অন্যকে জড়িয়ে আছে। আর নেপথ্যে বাজছে মান্না দের গান সে আমার ছোট বোন গানটি।
এদিন এই প্রোমো প্রকাশ্যে এনে চ্যানেলের তরফে লেখা হয়, 'আসছে নতুন ধারাবাহিক দাদামণি।' যদিও মুখ্য ভূমিকায় কাদের দেখা যায় সেসব কিছুই জানানো হয়নি। এমনকি কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক সেটাও এখনও ঘোষণা হয়নি।
এর আগে শোনা গিয়েছিল প্রতীক সেনকে নাকি দাদামণির চরিত্রে দেখা যাবে। স্টার জলসার হাত ছেড়ে তিনি নাকি এবার জি বাংলায় আসছেন। ৯ মে থেকে নাকি শুরু হয়ে গিয়েছে এই নতুন ধারাবাহিকের শ্যুটিং। বর্ধমানে শ্যুটিং চলছিল বলেই জানা গিয়েছে। সূত্রের খবর নীলাঞ্জনা শর্মার প্রোডাকশন হাউজ এই ধারাবাহিকের প্রযোজনা করছে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! অগস্টেই মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ধূমকেতু? ইঙ্গিত দিয়ে কী বললেন রানা?
যদিও এদিন প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকরা যেমন জানিয়েছেন তাঁরা দারুণ উচ্ছ্বসিত এই ধারাবাহিক নিয়ে, তেমন কেউ কেউ জানিয়েছেন মুখ্য ভূমিকায় নাকি প্রতীক নন, বরং সব্যসাচী চৌধুরীকে দেখা যাবে। শেষ পর্যন্ত নাম ভূমিকায় কে থাকেন সেটা আগামী দিনেই বোঝা যাবে। প্রতীকের বিপরীতে কাকে দেখা যাবে সেটা নিয়েও চলছে চর্চা। কারও মতে অনুষ্কা চক্রবর্তীকে নাকি দেখা যাবে প্রতীক সেনের বিপরীতে, অভিনেত্রীকে হীরালাল সিনেমায় দেখা গিয়েছিল। আবার কানাঘুষোয় শোনা যাচ্ছে একদম নতুন কেউ থাকতে পারেন নায়িকা হিসেবে। সেক্ষেত্রে ড্যান্স বাংলা ড্যান্সের কোনও প্রতিযোগী থাকতে পারেন।