গায়িকার নাম ইমন চক্রবর্তী। নিশ্চয় তাঁর সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কিছু নেই। ব্যক্তিগত জীবনে সুরকার নীলঞ্জন ঘোষকে বিয়ে করে সুখে সংসার করছেন গায়িকা। তবে নীলাঞ্জন যে ইমনের জীবনের প্রথম প্রেম নয়, সেকথা কমবেশি অনেকেই জানেন। নীলাঞ্জনের আগে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়িকা। একথাও বহু লোক জানেন। তবে শুধু শোভনও নয়। তারও আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। একাধিকবার অকপটে সেকথা স্বীকার করেছেন ইমন।
সেতো নাহয় হল, কিন্তু এবার একী বললেন গায়িকা! গায়ক অরিজিৎ সিং-এর প্রতি নিজের দুর্বলতার কথাও প্রকাশ্যেই বলে ফেললেন ইমন!
ঠিক কী বলেছেন ইমন চক্রবর্তী?
টিভি ৯-এর প্রতিবেদন অনুসারে, এক সাক্ষাৎকারে ইমন বলেন, ‘জানি না প্রকাশ্যে আমার একথা বলা ঠিক হবে কিনা, তাও বলি। আমি সবসময় বাবাকে বলতাম, বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই করব। ওই মানুষটাকে আমি ভালোবাসি। নীলাঞ্জনের সঙ্গেও যখন আমার বিয়ে হয়, তখনও স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালোবাসি অরিজিৎকে তবে বিয়ে করছি তোমায়।’
আরও পড়ুন-নাকে নল লাগানো, মৃত্যুশয্যায় ছট পুজোর গান গাইছেন 'বিহার কোকিলা', পদ্মভূষণ পাওয়া সারদা সিনহার ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন-‘নিম ফুলের মধু’ থেকে উধাও ছোটকা, প্রসূণকে হঠাৎ দেখে আঁতকে উঠলেন লোকজন, একী চেহারা! কী এমন ঘটেছে?
আরও পড়ুন-ব্যক্তিগত জীবনের কারণে জোর চর্চায়, হঠাৎ মেদিনীপুর থেকে দেবকে কেন ফোন করতে হল যিশুকে?