‘ভূতু’ হোক বা ‘ইচ্ছে পুতুল’, খল চরিত্র হোক বা পজেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা ফাহিম মির্জা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। একজন সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু এর মধ্যেই আচমকা ঘটে গেল বিপত্তি।
অভিনয়ের পাশাপাশি ক্রিকেট খেলতেও ভীষণ ভালোবাসেন ফাহিম। সুযোগ পেলেই ক্রিকেট খেলেন অভিনেতা, কিন্তু এই খেলতে গিয়েই ঘটে গেল বড় বিপদ। জোরে ব্যাট করতে গিয়ে ডান হাতের পেশীতে আঘাত পান অভিনেতা। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। তবে বুঝতে পারেননি যে বড় বিপদ ঘটে গেছে তাই হাতে চোট লাগলেও সমানে খেলে যান তিনি।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
খেলা শেষে বাড়ি ফিরলে বেড়ে যায় হাতের ব্যথা। ব্যথা কমার ওষুধ খেয়ে করতে থাকেন কাজ। কিন্তু এক সপ্তাহ পর বেগতিক দেখে ফিজিওথেরাপি করতে গিয়ে বোঝেন লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ডাক্তারের পরামর্শ মতোই দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে হয় চিকিৎসা।
অসুস্থতা নিয়ে আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানান, সোমবার বাড়ি ফিরে এসেছেন তিনি। এখন একমাস চিকিৎসক বিশ্রাম করতে বলেছেন। যদিও সেটা সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিনেতা।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
তবে আপাতত এখন কিছুটা ভালো আছেন ফাহিম। ডান হাতেই করে ফেলছেন সব কাজ। আগামী দিনে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অভিনয় করবেন তিনি। অভিনেতার জন্য গল্পে আনা হয়েছে পরিবর্তন। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার থেকেই আবার সেটে ফিরে যাবেন ফাহিম।