১০ বছরের সব অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেল দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। তার আগে অর্থাৎ ছবি মুক্তির আগে দিন নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন তাঁরা। সেখানে ফের তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন 'দেশু' ফ্যানেরা।
আরও পড়ুন: 'ধূমকেতু' মুক্তি পেতেই বিশেষ বার্তা রাজের! 'শুভর জন্য সঠিক মানুষ…', প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
আর তা হবে নাই বা কেন? ১০ বছর তাঁদের একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোঁটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন।
আর এই ছবির প্রচারেই নিজেদের মধ্যে জমে থাকা সব মান-অভিমান, দ্বিধা কাটিয়ে এক হন দেব-শুভশ্রী। প্রথম একসঙ্গে 'ধূমকেতু' ট্রেলার লঞ্চ ইভেন্টের মঞ্চে নজর কাড়েন। তারপর ফের নৈহাটিতে রংমিলান্তিতে দর্শকদের সামনে হাজির হয়ে সকলকে নতুন করে চমকে দেন।
আরও পড়ুন: প্রাক্তন শুভশ্রীকে পাশে নিয়েই প্রেমিকা রুক্মিণীর নামে পুজো দিলেন দেব! ভাইরাল ভিডিয়ো
এদিন লাল শাড়ি আর লাল পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন তাঁরা। পাশাপাশি বসে পুজোও দেন। তারপর একে অপরের হাত ধরে মন্দিরের ছাদে এসে দর্শকদের যুগলে দর্শন দেন। আর এই সবটা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। তাঁদের ওই কয়েক ঘণ্টায় কাটানো প্রতিটা মুহূর্ত প্রতিটা ফ্রেম যেন ভক্তদের মনে আলাদা আলাদা ভাবে জায়গা করে নিতে থাকে। তাঁদের সেই সব টুকরো টুকরো সুন্দর মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয় ভাইরাল তেমনই একটি ভিডিয়ো এখন সমাজমাধ্যমে পাতায় দারুণ ভাবে চর্চিত।
জানেন সেই ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
টলিউড অনলাইন নামে একটি পাপারাৎজি সংস্থার শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্দির থেকে পুজো দিয়ে বেরানোর সময় শুভশ্রীর শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে দেখে তা মাটি থেকে তুলে দেব শুভশ্রীর হাতে তুলে দেন যত্ন করে। আর সেই আঁচল ধরিয়ে দেন নায়িকার হাতে। আর ঘটনায় অভিনেত্রীর মুখে ফুটে ওঠে একরাশ হাসি। তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।