বড়পর্দায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'ধূমকেতু'। রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর ফের বাংলার দর্শক ফিরে পেয়েছে তাঁদের অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে। যদিও এর আগেও 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান এবং ছবি মুক্তির আগের দিন বুধবার তাঁদের একসঙ্গে দেখে নস্টাজিয়ায় ভেসে ছিল 'দেশু' ফ্যানেরা। কিন্তু সেই নস্টাজিয়াকে উপভোগ করার পাশাপাশি রাজ চক্রবর্তীকে নিয়ে বিস্তর ট্রোলও করাও হয়েছিল।
আরও পড়ুন: ডুয়েটে 'অমর সঙ্গী' গাইলেন কাঞ্চন-শ্রীময়ী! 'এসব হজম করার জন্য…', ট্রোল নেটিজেনদের
এমনকী রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র তাঁকে খোঁচা দিয়ে পোস্ট করতেও ছাড়েননি। তিনি লিখেছিলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’
যদি পরে নাম না করে এক সাক্ষাৎকারে রাজের প্রাক্তনের পোস্টের কড়া জবাব দিয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছিলেন, ‘না, বুকের বাঁ দিকটা ওঁর চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি। ওঁর নাম রাজ চক্রবর্তী। তিনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয়, নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন। রাজ চেনেন তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজই ওঁর বৌয়ের সব চেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, ‘চিয়ার লিডার’।' সব মিলিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। আর 'ধূমকেতু' মুক্তির পরই এবার রাজ দিলেন বিশেষ বার্তা।
আরও পড়ুন: প্রাক্তন শুভশ্রীকে পাশে নিয়েই প্রেমিকা রুক্মিণীর নামে পুজো দিলেন দেব! ভাইরাল ভিডিয়ো
কী বললেন পরিচালক?
বৃহস্পতিবার পরিচালক সমাজমাধ্যমের পাতায় 'ধূমকেতু'র পোস্টারের ছবি ভাগ করে নিয়ে লেখেন, 'এত বছরের প্রতীক্ষা শেষ। 'ধূমকেতু'র উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketu মিস করবেন না যেন!'
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভশ্রীর স্বামীকে প্রশংসায় ভরে দেন নেটিজেনরা। একজন লেখেন, ‘আপনি একজন ভালো স্বামী।’ আর একজন লেখেন, ‘রাজ দা তুমি সত্যি শুভর জন্য সঠিক মানুষ।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘কীসের টানে ধূমকেতু দেখবো জানেন? দেব-শুভশ্রী জুটি কে আবার একসঙ্গে দেখব তাই। এর পিছনে আপনার অবদান অনস্বীকার্য।’ আর একজন লেখেন, ‘আপনার মত স্বামীকে কুর্নিশ জানাই।’