কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে সমাজ মাধ্যমে আলোচনার শেষ নেই। তাঁদের বিয়ে, বয়সের পার্থক্য সবটা নিয়ে মাঝে মাঝেই তাঁদের নানা কটাক্ষের মুখে পড়তে হয়। আর এবার একসঙ্গে গান গেয়ে ফের ট্রোলের শিকার তারকা দম্পতি।
আরও পড়ুন: প্রাক্তন শুভশ্রীকে পাশে নিয়েই প্রেমিকা রুক্মিণীর নামে পুজো দিলেন দেব! ভাইরাল ভিডিয়ো
ঠিক কী হয়েছে?
সামনেই দুর্গাপুজো আসছে। তারপর কালীপুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। সেখানে প্যান্ডেল উদ্বোধন, বিচিত্রানুষ্ঠানের মতো নানা অনুষ্ঠানে তারকাদের আমন্ত্রণ জানানো হয়। তার জন্য সাম্মনিকও দেওয়া হয়। তাছাড়া সারা শীত জুড়েও নানা জায়গায় নানা অনুষ্ঠান করা হয়। সব মিলিয়ে আর কিছুদিনের মধ্যেই উৎসবের মরশুম শুরু হতে চলেছে। সেই সব অনুষ্ঠানে তারকারাও উপস্থিত থাকবেন, এক্ষেত্রে কাঞ্চন শ্রীময়ীও ব্যাতিক্রম নন। তবে সেই সব অনুষ্ঠানে গিয়ে তারকাদের কিছু না কিছু পারফর্মেন্স করেও দেখাতে হয়। তার জন্য অনেকে মহড়াও দেন। বধুবার কাঞ্চন-শ্রীময়ীর সে রকমই একটি মহড়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জনপ্রিয় গান ‘অমর সঙ্গী’ গাইতে শোনা গিয়েছে। আর তা দেখেই ব্যাপক ট্রোল শুরু হয়েছে স্যোশাল মিডিয়ায়।
তাঁদের এই ভিডিয়ো দেখে একজন লেখেন, ‘এই জুটি মঞ্চে চলবে না ...।’ আর একজন লেখেন, ‘যেমন অ্যারেঞ্জমেন্ট, তেমন আর্টিস্ট।’ আর একজন লেখেন, ‘কী হাস্যকর।’ আর এক নেটিজেন লেখেন, ‘এই গান ও লোক শুনবে?’ আর একজন লেখেন, ‘ইয়ে মানে হচ্ছে টা কী।’ আর একজন লেখেন, ‘মিউজিশিয়ান দাদাদের জন্য অনেক ভালোবাসা রইলো। এসব হজম করার জন্য।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘গলাটা থেকে গান বেরোচ্ছে না পয়সা দিয়ে এসব শিল্পী কে কেনো ডাকবো।’ আর একজন রসিকতা করে লেখেন, ‘মাঝে আবার মিঠুন চক্রবর্তী চলে এলো কেন?’
আরও পড়ুন: ভিড় ঠেলে শুভশ্রীর হাত ধরে গাড়িতে তুলে দিলেন দেব! 'সব পরিপূর্ণ…', বললেন নেটিজেনরা
প্রসঙ্গত, দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এরপর মার্চ মাসে ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়ে। এটা কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের বিয়ে নিয়ে তাঁদের নানা কটাক্ষ শুনতে হয়েছিল। তবে সে সব কখনওই খুব একটা পাত্তা দেননি তাঁরা। বরাবরই খুল্লামখুল্লা প্রেম করেছেন। বর্তমানে তাঁরা এক সন্তানের বাবা-মা।