১ টি বা ২ টি নয়, ৭টি আলাদা আলাদা রূপে আসতে চলেছেন সোহম চক্রবর্তী। আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে ‘বহুরূপ’। ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল ভয় ধরানো ট্রেলার। শহরে একের পর এক খুনের নেপথ্যে কে? কবি না অভিনেতা?
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলার শুরু হতেই দেখা যাচ্ছে শহরে একের পর এক খুন হচ্ছে, যার কিনারা করতে পারছে না পুলিশ। কখনও রাস্তার ধারে মুন্ডু কাটা শরীর, কখনও আবার পড়ে রয়েছে নারীর মৃতদেহ। কখনও আবার হচ্ছে শিশু মৃত্যু। কিন্তু এতগুলি মৃত্যুর পেছনে একটাই যোগসূত্র রয়েছে সেটি হল কবিতা।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
কবিতার আড়ালে ধাঁধা লিখে একের পর এক মানুষকে কে খুন করছে? এরপরেই এল সোহমের সেই ভয় ধরানো লুক। কখনও একজন মহিলার সাথে কখনও আবার ভিখারীর সাজে দেখতে পাওয়া যাচ্ছে সোহমকে। এক কথায় ছবির নাম ‘বহুরূপ’ একেবারে যথার্থ।
বৃহন্নলার সাজে সোহমের চিৎকার যেমন বুক কাঁপিয়ে দেবে তেমন অন্যদিকে ইধিকার প্রেমিকের পাশে দাঁড়ানো আপনার মন জয় করে নেবে। গোটা যুদ্ধটাই কী শত্রুদের বিরুদ্ধে নাকি গোটা সিস্টেমের বিরুদ্ধে? এমন হাজার হাজার প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ট্রেলারের মধ্যে।
তবে এই বহুরূপ অর্থাৎ সোহম যে একজন অভিনেতা সেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। কিন্তু কেন আচমকা বারবার রূপ পাল্টে খুন করছে সে? সোহমের পাশাপাশি ইধিকার উপস্থিতিও গায়ে কাঁটা দেবে। কিন্তু এত খুনের পেছনে রহস্য কী, কেনই বা সোহম বেছে নিল এমন জীবন যাত্রা? সবটাই জানা যাবে ছবি মুক্তি পেলে।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
প্রসঙ্গত, এস বি ফিল্মস এন্ড এন্টারটেনমেন্ট এবং রুক্মিণী ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্ট প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। আকাশ মালাকারের পরিচালনায় এই ছবিটির প্রযোজক চন্দনকান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস। সিনেমায় সোহম এবং ইধিকা ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত।