দেবীপক্ষ শুরু হতেই শুরু হয়ে যাবে জি বাংলার অন্যতম জনপ্রিয় বাংলা রিয়ালিটি শো সারেগামাপা। মহালয়ার দিন অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের বিশেষ পর্ব। ইতিমধ্যেই অনুষ্ঠানের বিশেষ পর্বের কিছু ঝলক উঠে এসেছে সামনে।
ছোটপর্দার গানের এই অনুষ্ঠানে এই প্রথম বিচারকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে অন্যতম সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়কে। সারেগামাপা অনুষ্ঠানের বিচারক না হতে পারার যে ক্ষোভ তাঁর মধ্যে ছিল, তা বোধহয় এতদিনে শেষ হতে চলেছে। তবে শুধু জিৎ একা নন, অনুষ্ঠানের নতুন পর্বে পাওয়া যাবে আরও ৯ জন বিচারককে দেখতে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
তবে এই বছর বিচারকের আসনে দেখতে পাওয়া যাবে না ইমন চক্রবর্তীকে। এবার প্রশ্ন হল, ৯ জন বিচারকের আসনে তাহলে বসবেন কারা? জিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া বিচারকের আসনে দেখতে পাওয়া যাবে রূপঙ্কর বাগচী, শ্রীরাধা বন্দোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শান্তনু মৈত্র, জোজো মুখোপাধ্যায়, রুপম ইসলাম, কৌশিকী চক্রবর্তী এবং অন্তরা মিত্রকে।
প্রতিযোগীদের তৈরি করার দায়িত্ব রয়েছেন রথীজিৎ ভট্টাচার্য, ঝুমুর সহ আরও চারজন। প্রতিবছরের মতো এই বছরেও অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। তবে এই বছর প্রতিযোগিতা হতে চলেছে ভীষণ কঠিন। ৯ জন বিচারককে সন্তুষ্ট করতে পারলে তবেই ধাপ পেরোতে পারবেন প্রতিযোগীরা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৪ জন প্রতিযোগীর গান শুনে ফেলেছেন বিচারকরা। এও শোনা যাচ্ছে, প্রতিযোগীদের মধ্যে অনেকে বাদ্যযন্ত্র বাজাতেও পারদর্শী। সব মিলিয়ে এই বছর সারেগামাপা আসতে চলেছে একেবারে অন্যরকম রূপে।
মহালয়ার দিন যে বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে সেখানে অতিথি বিচারক হিসেবে থাকবেন শিল্পী হৈমন্তী শুক্লা, জাকির হোসেনের ভাই তৌফিক কুরেশি। এই মুহূর্তে জোর কদমে চলছে সারেগামাপা- এর বিশেষ পর্বের প্রস্তুতি পর্ব।