বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs PAK, ICC WC 2023: লঙ্কার মতো কোহলিদের বোকা বানাতে পারলেন না রিজওয়ান, সময় নষ্টের কড়া দাওয়াই দিলেন বিরাট- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs PAK, ICC WC 2023: লঙ্কার মতো কোহলিদের বোকা বানাতে পারলেন না রিজওয়ান, সময় নষ্টের কড়া দাওয়াই দিলেন বিরাট- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 05:30 PM ISTTania Roy
শনিবার আমদাবাদে প্রথম বল খেলার আগে গার্ড নিতে বেশ কিছুটা সময় নেন রিজওয়ান। ভারতের ফিল্ডারেরা কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছেন, সেটাও বেশ কিছুক্ষণ সময় ধরে দেখছিলেন। সবেতেই বাড়তি সময় নিচ্ছিলেন। আসলে এই সবই ছিল সময় নষ্টের খেলা। আর সেটা বুঝেই বিরাট কোহলি দিলেন রিজওয়ানের এই সময় নষ্ট করার দাওয়াই।
মহম্মদ রিজওয়ানকে আচ্ছা দাওয়াই দিলেন বিরাট কোহলি।
ভারতের বিপক্ষে সময় নষ্টের স্ট্র্যাটেজি খাটাতে পারলেন মহম্মদ রিজওয়ান। বরং রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেটা বুঝে পাল্টা দাওয়াই দেন। শ্রীলঙ্কার বিপক্ষে মাইন্ড গেম খেলে ইতিহাস রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছিলেন রিজওয়ান। তিনি ভেবেছিলেন, শনিবার আমদাবাদে ভারতের সঙ্গেও এই স্ট্র্যাটেজিতেই বাজিমাত করহেন। তবে সেগুড়ে বালি।
শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করার সময়ে হ্যামস্ট্রিংয়ে পুল ধরার ভান করছিলেন রিজওয়ান। বারবার পড়ে যাচ্ছিলেন মাটিতে। আবার উঠে পাথিরানা, থিকসানাদের বল বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন। রিজওয়ানের এই কৌশল ধরতে পারেননি লঙ্কান বোলাররা। চাপ আলগা করে দিয়েছিলেন বোলাররা। আর তাতেই ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে দলকে নজির গড়া জয় এনে দিয়েছিলেন পাকিস্তানের তারকা উইকেটরক্ষক ব্যাটার।
ভারতের বিপক্ষে অবশ্য রিজওয়ান অন্য স্ট্র্যাটেজি নিয়েছিলেন। শনিবার আমদাবাদে প্রথম বল খেলার আগে গার্ড নিতে বেশ কিছুটা সময় নেন রিজওয়ান। ভারতের ফিল্ডারেরা কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছেন, সেটাও বেশ কিছুক্ষণ সময় ধরে দেখছিলেন। সবেতেই বাড়তি সময় নিচ্ছিলেন। আসলে এই সবই ছিল সময় নষ্টের খেলা।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার বোলিং শেষ করতে হয়। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটারকে সময় নষ্ট করতে দেখে তাঁকে তাড়া দেন বিরাট। তবে সরাসরি কিছু বলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বার বার হাতের ঘড়িতে সময় দেখার অভিনয় করেন। রিজওয়ানকে বোঝাতে চান সময় নষ্ট হচ্ছে।
আসলে চলতি বিশ্বকাপে স্লো ওভার রেট নিয়ে কড়াকড়ি করছে আইসিসি। কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারে, তাহলে সেই দলের অধিনায়ক এবং পুরো টিমকেই জরিমানা করা হয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান স্লো ওভার রেটের শাস্তি পেয়েছেন।
ক্রিজে নামার পর মহম্মদ রিজওয়ান প্রতিটা বল খেলতে সময় নিচ্ছিলেন। যাতে বোলার সহ ফিল্ডারদের অপেক্ষা করতে হচ্ছিল। সেই সময় দেখা যায় বিরাট কোহলি লেগ আম্পায়ারের দিকে তাকিয়ে ঘড়ি দেখাচ্ছেন। তাঁর হাতে ঘড়ি না থাকলেও তিনি ঘড়ির দেখার মত ভঙ্গিতে হাতের দিকে তাকান এবং এর পর আম্পায়ারকে সময়টা লিখে নিতে বলেন। তিনি বলতে চান, যে সময় পাকিস্তান নষ্ট করছে, ফলে স্লো ওভার রেটের ব্যাপারটা যেন দেখা হয়। আর এই ভিডিয়ো এখন নেট পাড়ায় রীতিমতো ভাইরাল।