লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ৬১তম ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়ক রজত পতিদার এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) অধিনায়ক প্যাট কামিন্সের বিরুদ্ধে। আইপিএলের কোড অফ কনডাক্ট ভঙ্গের জেরে তাঁদের জরিমানা করা হয়েছে। পতিদার অবশ্য শুক্রবারের ম্যাচে অধিনায়কত্ব করেননি। এই ম্যাচে আরসিবির অধিনায়ক ছিলেন জিতেশ শর্মা। সানরাইজার্সের বিরুদ্ধে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে খেলতে নেমেছিলেন রজত। তবুও তাঁকেই জরিমানা করা হল স্লো ওভার রেটের জন্য।
রজত পতিদারকে শাস্তি BCCI-র
আরসিবির ধীর গতির বোলিংয়ের জন্য পতিদারকে জরিমানা করা হয়েছে, কারণ তিনিই দলের ফুল টাইম ক্যাপ্টেন। আর নিয়ম অনুাযায়ী স্টপ গ্যাপ অধিনায়ক বা ম্যাচের অধিনায়ককে এই শাস্তি দেওয়া হয় না। তাই আইপিএলের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে অধিনায়কত্ব না করলেও তাঁর টাকা কাটা গেল। স্লো ওভার রেটের জন্য পতিদারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে খবর।
ইম্প্যাক্ট প্লেয়ারদেরও জরিমানা করা হয়
ইম্প্যাক্ট প্লেয়ার সহ বাকি খেলোয়াড়দের প্রত্যেককে ৬ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ, যা কম তা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়ক প্যাট কামিন্সকেও জরিমানা করা হয়েছে। তাঁর দলকেও স্লো ওভার রেট রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “IPL আচরণবিধির আর্টিকেল 2.22-এর অধীনে ন্যূনতম ওভার রেটের নিয়ম লঙ্ঘনের অপরাধে প্যাট কামিন্সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে"।
টপ টু-তে থাকার স্বপ্নে বড় ধাক্কা
শুক্রবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৪২ রানে পরাজিত হওয়ার পর RCB-এর শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় ব্যাপক ধাক্কা লেগেছে। কারণ এই ম্যাচ জিতলে তাঁরা টপ টু-তে চলে যেতেন, পাশাপাশি এলিমিনেটর না খেলে বরং কোয়ালিফায়ার ওয়ান খেলার সুযোগ পেতেন। কিন্তু জিতেশ শর্মার দল ৪২ রানে ম্যাচ হারতেই আরসিবির টপ টু-তে লিগ স্টেজ শেষ করার স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। এই হারের ফলে RCB পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে এসেছে। বিরাট কোহলিদের দল ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে। তাঁদের লিগ স্টেজের শেষ ম্যাচ ২৭ মে লখনউতে ঋষভ পন্তের এলএসজির বিরুদ্ধে। সেই ম্যাচ আরসিবি জিতলেও তাঁরা টপ টুতে সরাসরি খেলতে পারবে না,তাঁদের অপেক্ষা করতে হবে গুজরাট টাইটান্স বা পঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচ হারের জন্য।