শুভব্রত মুখার্জি: গত বছরেই ভারতে অনুষ্ঠিত হয় আইসিসি আয়োজিত ওডিআই বিশ্বকাপ। ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া দল। গোটা বিশ্বকাপে ভারতে ব্রডকাস্টিংয়ের দায়িত্ব ছিল ডিজনি হটস্টারের। ডিজনির এই অ্যাপের মধ্যে দিয়ে সবকটি ম্যাচের সম্প্রচার করা হয়েছিল। ডিজনি হটস্টারের এই স্পোর্টস বিভাগটি এবার বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের ক্ষতির শতকরা পরিমাণ বিপুল হারে বেড়েছে।
আরও পড়ুন: হিংসায় জ্বলছে ওরা- পাক প্রাক্তনীর খোঁচা মারা মন্তব্যের জবাবে ধুইয়ে দিলেন শামি
অপারেটিং ক্ষতি ১৪৪ শতাংশ বেড়ে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের পরে তাদের ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২৫৮৩ কোটি টাকা। ২০২৩ ডিসেম্বর মাসে যে কোয়ার্টার শেষ হয়েছে, সেই কোয়ার্টারে এই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫৮৩ কোটি টাকা। গত বছর এই কোয়ার্টারে ক্ষতির পরিমাণ ছিল ১২৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০৫৭ কোটি টাকা। বৃহস্পতিবার ওয়াল্ট ডিজনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট প্রকাশ করা হয়েছে, সেখানেই তুলে ধরা হয়েছে এই তথ্য। আইসিসির ক্রিকেট বিশ্বকাপের রাইটস অর্থাৎ ব্রডকাস্টিংয়ের সত্ত্ব কিনতে যে পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে, তাতেই এই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: রঞ্জি খেলছেন না, কোনও খবর নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী করছেন ইশান কিষাণ?