একটা ভারত পাকিস্তানের অশান্তি, দুই দেশেরই অর্থনৈতিকভাবে ক্ষতির পাশাপাশি গোটা বিশ্বের কাছে দুই দেশের কতটা মুখ পোড়াতে পারে, সেটারই প্রমাণ আইপিএল এবং পিএসএল। পাকিস্তান সুপার লাগের সময় নাকি নিউজিল্যান্ডের ক্রিকেটার ডারিল মিচেল এবং টম কারানের প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিল, জানিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।
এরপরই অস্ট্রেলিয়ার ক্রিকেটার হোক বা ইংল্যান্ডের ক্রিকেটার, অনেকেই পাকিস্তান, এবং ভারতে খেলতে আসার ক্ষেত্রে একটু আশঙ্কায় ভুগতে থাকেন। ভারত যে অনেক সেফ পাকিস্তানের থেকে সেকথা একটা ছোট্ট শিশুও জানে, কিন্তু ক্রীড়াসূচিজনিত সমস্যাও তৈরি হয়েছে আইপিএল গত সপ্তাহে স্থগিত হয়ে যাওয়ায়। ফলে অনেক দলের ক্রিকেটাররাই আর দুই লিগে ফিরতে পারছেন না।
এই আবহেই বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস দল। কারণ তাঁদের ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএলের বাকি পর্বে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর না আসার কথা জানিয়ে দিয়েছে। এর আগে দিল্লি ক্যাপিটালসে ২০২২ এবং ২০২২ আইপিএলে খেলা তারকা ক্রিকেটারকেই জ্যাকের পরিবর্ত হিসেবে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিল অক্ষর প্যাটেলরা। নিলামে তিনি দল পাননি। কারণ অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে নিলাম থেকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে স্টার্কও আদৌ আইপিএলে আসবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সামনেই রয়েছে তাঁর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেখানে লর্ডসের মাটিতে ট্রফি ডিফেন্ড করার লক্ষ্যে স্টার্ক, কামিন্সরা খেলতে নামবেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে।
২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জেতেন। সেই সময় ফিজই ছিলেন প্রথম বিদেশি ক্রিকেটার যিনি আইপিএলের এমার্জিং ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। ৫৭টি আইপিএল ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৬১টি উইকেট। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের পাশাপাশি চেন্নাই সুপার কিংসেও খেলেছেন ফিজ।
৬ কোটি টাকায় আইপিএলের বাকি পর্বে খেলতে এলেন মুস্তাফিজুর রহমান। স্টার্ক এবং নটরাজন ছাড়া ফিজ তাঁদের দলের তৃতীয় বাঁহাতি পেসার। তাঁদের প্রাথমিক টার্গেট থাকবে এবারের আইপিএলের প্লে অফে পৌঁছানো। ১১ ম্যাচে তাঁদের পয়েন্ট এখন ১৩। দিল্লির এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে। দিল্লি ম্যাচ দিয়েই গত সপ্তাহে আইপিএল স্থগিত হয়ে গেছিল, এরপর স্টার্কদের বিশেষ ট্রেনে ধর্মশালা থেকে রাজধানীতে ফেরানো হয়।