অপারেশন সিঁদুর-এর সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করায় তাঁকে সোশাল মিডিয়ায় হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি করলেন এক গৃহবধূ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, অভিযোগকারিণী ডায়মন্ড হারবারের ফলতা এলাকার বাসিন্দা। দিন কয়েক আগে তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। লেখেন - 'ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল সিঁদুর, ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনও হারতে শেখেনি ,আমি গর্বিত আমি ভারতীয়।'
মহিলার দাবি, এরপরই ওই পোস্টের কমেন্ট সেকশনে এসে তাঁকে নির্দিষ্ট একটি প্রোফাইল থেকে লাগাতার হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যমে প্রকাশ, অভিযুক্ত ওই প্রোফাইলটির নাম - 'Raj F Lover'।
মহিলার দাবি, একের পর হুমকি কমেন্ট দেখে তিনি ভয় পেয়ে যান এবং তারপর সেই কমেন্টগুলির স্ক্রিনশট নিয়ে আবারও সোশাল মিডিয়ায় পোস্ট করেন। বিষয়টি নজরে আসতেই ফলতার বাসিন্দারা মহিলার পাশে থাকার বার্তা দেন। এরপর ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।