রাহানের DRS না নেওয়া দেখে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন, ‘এবার সময় এসেছে রাহানের একটু অন্তত স্বার্থপর হওয়া দরকার। ওর বোঝা উচিত যে ও কেকেআর দলের সেরা ব্যাটার। তাই ওর মনে যদি একটুও সংশয় থেকে থাকে, তাহলে সরাসরি ওর ডিআরএস নেওয়া উচিত। এক্ষেত্রে দ্বিতীয়বার ভাবা উচিত নয় ’।