এই মুহূর্তে প্রায় সকলেই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে ডুবেছেন ট্রেন্ডে। কেউ লাল শাড়িতে সেজে উঠছেন কেউ আবার টেবিলের উপর দাঁড়িয়ে নিজেকেই তৈরি করতে ব্যস্ত। এইসব কিছুর মধ্যে এবার আলিয়াকে দেখতে পাওয়া গেল নিজের ছোটবেলাকে আলিঙ্গন করতে।
লাল শাড়ি এবং মিনি ক্রিয়েচারের পর এবার জেমিনির সর্বশেষ ট্রেন্ড হল নিজের ছোটবেলাকে আলিঙ্গন করার সুযোগ। এই অসাধারণ প্রম্পট ব্যবহার করে যে কোনও মানুষ শৈশবের স্মৃতিতে ডুব দিতে পারেন। এই ছবিটি তৈরি করার জন্য শৈশবের একটি ছবি এবং বর্তমানে একটি ছবি ব্যবহার করতে হবে। দুটি ছবি ব্যবহার করলেই দেখতে পাওয়া যাবে এই অসামান্য ছবি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
এই নতুন ট্রেন্ডে যে বলে তারকা প্রথম গা ভাসিয়েছেন তিনি হলেন আলিয়া ভাট। আলিয়ার একটি ফ্যান পেজ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, শৈশবের আলিয়াকে জড়িয়ে ধরে রয়েছেন বর্তমানে আলিয়া। ছবির ক্যাপশনে লেখা, আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।
ফান পেজের শেয়ার করা ছবিটি পুনরায় নিজের ইনস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আলিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরকার শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। ধন্যবাদ এই ছবিটির জন্য। ছবিটি পোস্ট করে ব্যাকগ্রাউন্ডে টেলার্স এর 'দ্যা ওয়ে আই লাভড ইউ' গান ব্যবহার করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, গুগল জেমিনির এই নতুন ফ্রেন্ডের নেপথ্যে রয়েছে এ আই ইমেজ জেনারেশন টুল ন্যানো বানানা। এই টুলের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করা যাচ্ছে এমন সুন্দর আবেগ ঘন মুহুর্তের ছবি। যে অতীতকে কখনও ভোলা যায় না, সেই অতীতকেই এবার বর্তমানের সঙ্গে দেখা করিয়ে দিল গুগল জেমিনি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
উল্লেখ্য, আলিয়া তাঁর আগামী ছবি ‘আলফা’-র প্রস্তুতি নিয়ে ভীষণ ব্যস্ত। এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর। এছাড়াও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে আলিয়াকে। এই ছবিতে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। ছবিটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।