রুবেল দাস এবং মোহনা মাইতি অভিনীত 'তুই আমার হিরো' ধারাবাহিকে এবার আসতে চলেছে চাঞ্চল্য মোড়। মোহনা অভিনীত চরিত্র ‘আরশি’ যে কিনা রুবেল অভিনীত চরিত্র সুপারস্টার ‘শাক্যজিৎ’-এর ঘরণী, যদিও এই বিয়ে সকলের অমতেই হয়েছিল। তবুও আর পাঁচটা ধারাবাহিকের মতোই ‘আরশি’ ও ‘শাক্যজিৎ’ এখনও অনেকটাই কাছাকাছি এসেছে।
তবে ধারাবাহিকের নতুন যে প্রমো প্রকাশ্যে এসেছে, সেখানে ‘শাক্যজিৎ’ ও ‘আরশি’-র সম্পর্কে টানাপোড়েন নয় বরং দেখানো হয়েছে একেবারে অন্য একটি সম্পর্কের টানাপোড়েনের ছবি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা তথা ব্লগার সায়ক চক্রবর্তীকেও।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
সায়ক চক্রবর্তীকে এখন চেনেন না এমন মানুষ খুব কম আছেন। দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকার পর আবার ধীরে ধীরে তিনি ফিরে এসেছেন কাজে। ব্যক্তিগত জীবনে বহু ওঠাপড়ার পর আবার নিজের ছন্দে ফিরে এসে যেন সায়ক। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের নতুন প্রমোর পুরোটাই ঘিরে রয়েছে সায়ক অভিনীত চরিত্র ‘ঋতম’-এর বিবাহিত জীবনের টালমাটাল অবস্থাকে নিয়ে।
প্রমোয় দেখা যাচ্ছে, প্রিয় দেওরের ফুলশয্যা নিয়ে খুব খুশি ‘আরশি’। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ধারাবাহিকে দেখানো হচ্ছে আরশির দিদির সঙ্গে বিয়ে হয়েছে ‘ঋতম’-এর। অর্থাৎ পরিচিত বাংলা প্রবাদ অনুযায়ী ‘আরশি’ বরের ঘরের পিসি কনের ঘরের মাসি।
কিন্তু পালিয়ে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে একঘরে থাকতে নারাজ ‘ঋতম’। সকলে জোর করলেও সে ফুলশয্যার রাতে স্ত্রীর কাছে থাকতে চায় না, জরুরী কাজের বাহানা দিয়ে জোর করে বেরিয়ে যায় ঘর থেকে। ঠিক এখানেই আসে টুইস্ট। ‘ঋতম’ ঘর থেকে বেরিয়ে যেতেই তাকে ফলো করে ‘আরশি’।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
‘ঋতম’ অন্য ঘরে ঢুকতেই ‘আরশি’ কি হোল দিয়ে দেখে ভেতরে শাড়ি পরিহিত কোনও এক মহিলা নাচ করছেন। এই দৃশ্য দেখার পরই আর নিজেকে ধরে রাখতে পারে না ‘আরশি’, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পরে সে। কিন্তু দেওরের ঘরে ঢুকতে কি এমন দেখে ফেলে ‘আরশি’- ‘শাক্যজিৎ’ , যা দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় তাদের।
প্রোমোটি দেখে কিছু মানুষ ভাবছেন সায়কের চরিত্রটি হয়তো অন্য কোনও মেয়ের প্রেমে পড়েছেন আবার অনেকে ভাবছেন সায়কের চরিত্রটি হয়তো তৃতীয় লিঙ্গের অধিকারী। ধারাবাহিকের গল্প হয়তো একেবারে অন্যরকমভাবে সাজাতে চেয়েছেন লেখক। কিন্তু গল্প এরপর কোন দিকে মোড় নেবে তার উত্তর মিলবে 'তুই আমার হিরো'তে।