অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলি গান ইজম’ কিছুদিন আগেই তাদের নতুন গানের দ্বারা সোশ্যাল মিডিয়ায় তুলেছিল ঝড়। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসায় জোড় বিতর্ক তৈরি হয়েছিল এই ব্যান্ডের প্রথম গান নিয়ে। এবার দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় গান আনতে চলেছে হুলি গান ইজম।
চলতি মাসের গোড়ার দিকে অনির্বাণ ভট্টাচার্য তাঁর নতুন গানের মাধ্যমে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন নেট পাড়ায়। কুনাল ঘোষ থেকে শুরু করে দিলীপ ঘোষ, একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছিল অনির্বাণের ব্যান্ডের গানের মাধ্যমে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
তবে এই গান প্রকাশ্যে আসার পর কিছু ব্যক্তিত্ব যেমন অনির্বাণের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তেমন কিছু মানুষ আবার কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতাকে। তবে এই সব কিছুর মধ্যেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল বর্তমান পরিস্থিতির ওপর তৈরি করা অনির্বাণের গান। এবার দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় গান আনতে চলেছে ‘হুলি গান ইজম’।
দুর্গাপুজো উপলক্ষে যে গানটি মুক্তি পাবে তার একটি ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর পাঁচটা দুর্গাপুজোর গানের মতো নয় বরং এই গান একেবারে হবে অন্যরকম। মা দুর্গাকে একেবারে ঘরের মেয়ের মতো সম্বোধন করা হয়েছে এই গানে।
বর্তমান পরিস্থিতিতে যেখানে একের পর এক অন্যায় হয়ে চলেছে সেখানে মা দুর্গা কেন চুপ করে রয়েছেন, সেই প্রশ্ন তোলা হয়েছে এই গানের মাধ্যমে। মহিষাসুরমর্দিনীকে তাড়াতাড়ি এসে সমস্ত অন্যায়ের বিচার করার আহ্বান জানানো হয়েছে, একটি সাধারণ মেয়েকে মা দুর্গার রূপে রূপান্তরিত করা হয়েছে অনির্বাণের এই গানে।
গানটির কয়েক সেকেন্ডের এই টিজার দেখেই যেন মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। টিজার প্রকাশে এনে এসভিএফ- এর তরফ থেকে ক্যাপশনে লিখে দেওয়া হয়েছে, বাংলার মাটিতে, বাংলার সুরে, পুজোর গান। মুক্তি পাবে আগামী ১৭ সেপ্টেম্বর।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
প্রসঙ্গত, পুজোর গান মানেই যখন একদিকে গয়নার আতিশয্য, আলোর রোশনাই, চেনা পরিচিত পুজোর আঙিনা, ঠিক তখনই প্রত্যন্ত গ্রামের এক অতি সাধারন মেয়েকে মা দুর্গার আদলে দেখানো হয়েছে এই গানের প্রতিটি দৃশ্যে। খুব সাধারণভাবেই অদূর ভবিষ্যতে এই গানটি যে দর্শকদের আরও একবার মন ছুঁয়ে যাবে তা বলাই বাহুল্য।