'কফি উইথ করণ' মানেই ভুরি ভুরি বিতর্ক। এই টক শো অনেক সম্পর্ক শেষ করেছে। বলিউড সেলেবদের হাঁড়ির খবর মেলে করণের এই শোতে। ২০০৪ সালে শুরু হওয়া এই শো-এর আজ পর্যন্ত ৮টি সিজন এসেছে। দ্বিতীয় সিজনে হৃতিক রোশন তাঁর কৃষ নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে টক শোতে হাজির হয়েছিলেন।
এমনিতে রেখেঢেকে কথা বলাই পছন্দ হৃতিকের। রাকেশ পুত্রর কেরিয়ারে একমাত্র কঙ্গনা এপিসোড আর ডিভোর্স পর্ব বাদ দিলে তেমন বিতর্কও নেই। কিন্তু করণের শো-তে এসে বেফাঁস হৃতিক দুই সিনিয়র সুপারস্টারকে নিয়ে খিল্লি করেছিলেন। আমির খান এবং সলমন খানের উচ্চতা নিয়ে কটাক্ষ করেছিলেন হৃতিক। ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর হৃতিককে জিজ্ঞাসা করেছিলেন, ‘আমির না সলমন, আপনি কোন অভিনেতার সাথে বেশি কাজ করতে চান?’ জবাবে হৃতিক বলেন, 'দু'জনের উচ্চতাই কমবেশি এক। আমার কিছু যায় আসে না।' তাঁর প্রতিক্রিয়ায় করণ জোহর বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া হাসি থামাতে পারেননি।
'কহো না' দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক। ২০০০ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। রাকেশ রোশনের পুত্র হওয়ার সুবাদে বলিউডের তিন খানের স্টারডম কাছ থেকে দেখেছেন হৃতিক। সলমনকে করণ অর্জুন ছবিতে পরিচালনাও করেছেন রাকেশ রোশন। এমনকী তরুণ হৃতিককে দেখে তাঁকে শরীরচর্চার পরামর্শও দিয়েছিলেন সলমন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি হৃতিকের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। অন্যদিকে সলমনের উচ্চতা মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি, আমিরের উচ্চতা আরও ২ ইঞ্চি কম।
'বিবি হো তো এইসি' ছবিতে পার্শ্ব অভিনেতা হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন সলমন। লিড হিরো হিসাবে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছিল তাঁর প্রথম ছবি। 'কায়ামত সে কায়ামত তক' ছিল হিরো আমিরের প্রথম ছবি। এই তিন তারকাই ইতিহাস লিখেছেন নিজেদের ডেবিউ ছবির সঙ্গে।
হৃতিককে সম্প্রতি দেখা গিয়েছিল ওয়ার ২ ছবিতে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি জুনিয়র এনটিআরের বলিউডের অভিষেকও চিহ্নিত করেছে এবং বিশ্বব্যাপী ৩৬৪ কোটি আয় করেছিল। আগামিতে কৃষ ৪-এ দেখা যাবে হৃতিককে, এই ছবি পরিচালনাও করবেন নায়ক।
বর্তমানে সলমন তাঁর আসন্ন ছবি 'ব্যাটল অব গালওয়ান'-এর শুটিংয়ে ব্যস্ত। অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধের নাটকটিতে চিত্রাঙ্গদা সিংও অভিনয় করেছেন এবং ২০২০ সালের গালওয়ান উপত্যকা সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। অন্যদিকে জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত রোমান্টিক ড্রামা মুক্তির অপেক্ষায় রয়েছেন আমির। যা তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, ছবিটির নাম মেরে রহো এবং আগামী ১২ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।