রাত পোহালেই বিশ্বকর্মা পুজো ২০২৫। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় গোটা রাজ্য আগামিকালই মেতে উঠবে উৎসবে। চলতে বছরে ৩১ ভাদ্র পড়েছে বিশ্বকর্মা পুজো। ভাদ্র মাসের এই দিনে পঞ্জিকামতে কোন সময় থেকে শুরু হচ্ছে শুভ সময়? তা দেখে নেওয়া যাক।
বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির মেলা! আর এই পুজো দিয়েই বাঙালির প্রাণের উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে যায়। বিশ্বকর্মী পুজোর পরই আসে মহালয়া ও তার সঙ্গে সঙ্গেই উমার আরাধনায় মেতে ওঠে বাংলা। দুর্গাপুজোর ঢাকে পড়ে যায় কাঠি। এদিকে, অনেকেই বিশ্বকর্মা পুজোর দিনে গাড়ি, যন্ত্রাংশকে পুজো দেন। ফলত, ২০২৫ বিশ্বকর্মা পুজোর দিনে কখন শুভ সময় পড়ছে, তা নিয়ে অনেকরই কৌতূহল রয়েছে। দেখা যাক, বিশ্বকর্মা পুজোর তিথি।
বিশুদ্ধ সিদ্ধান্তমতে:-
বিশুদ্ধ সিদ্ধান্তমতে ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার রয়েছে বিশ্বকর্মা পুজো। ভাদ্র কৃষ্ণপক্ষের এই তিথি- একাদশী রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত রয়েছে। এদিনের শুভ সময় হিসাবে রয়েছে অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ। অমৃত যোগ রয়েছে সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। এরপর পুনরায় সকাল ৯টা ২৯ মিনিট থেকে সকাল ১১টা ৭ মিনিটের মধ্যে রয়েছে অমৃত যোগ। মাহেন্দ্র যোগ রয়েছে, দুপুর ৩টে ৯ মিনিট গতে বিকেল ৪টে ৪৬ মিনিটের মধ্যে, ফের তা রয়েছে সন্ধ্যা ৬টা ২২ মিনিট গতে রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ৩০ মিনিট গতে উদয়াবধি। মাহেন্দ্র যোগ রয়েছে, দুপুর ১টা ৩২ মিনিট গতে দুপুর ৩টে ৯ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে।
( ICCর জবাবে ঢোঁক গিলছে PCB? সূর্যকে নিয়ে ঘৃণ্য মন্তব্য ইউসুফের, খবরে আফ্রিদিও)
গুপ্তপ্রেস পঞ্জিকামতে:-
গুপ্তপ্রেস পঞ্জিকামতে বুধবার ৩১ ভাদ্র, ইংরেজি ১৭ সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মী পুজো। ভাদ্র কৃষ্ণের একাদশী তিথি রয়েছে একাদশী রাত ১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত। মহেন্দ্র যোগ রয়েছে, দুপুর ১টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড গতে ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে, ফের রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত। এদিকে, অমৃত যোগ রয়েছে, আগামিকাল সকাল ৭টা ৩ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে, ফের সকাল ৯টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ১১টা ৬ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে, পুনরায় দুপুর ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড থেকে বিকেল ৪টে ৪৭ মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে। এরপর পুনরায় ,সন্ধ্যা ৬টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড থেকে রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে, তারপর ১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৫টা ২৬ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।
( বি.দ্র- আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং নির্ভুল। বিস্তারিত এবং আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।)