শুভমন গিল আবারও আইপিএল ২০২৫-এ অন-ফিল্ড আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়ালেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের শেষ ম্যাচে কয়েকটি উত্তপ্ত তর্কের ঘটনা দেখা গিয়েছিল, এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবারের গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীনও সেই গিলকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেল।
আসলে এই দিনের ম্যাচে একটানা বৃষ্টির মধ্যেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই অসন্তোষ প্রকাশ করেন গিল। এরপরে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল আম্পায়ার কৌশিক গান্ধীর সঙ্গে তর্ক করেন এবং ব্যাট করতে অস্বীকার করেন।
মাঠে যখন বৃষ্টি শুরু হয় তখন গুজরাট টাইটান্স ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ও এক ওভার মাত্র হয়েছে। কিন্তু আম্পায়ার কৌশিক গান্ধী ও সৈদর্শন কুমার খেলা বন্ধ না করে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে বৃষ্টি ততটা ভারী ছিল না, ফলে আম্পায়ারদের সিদ্ধান্তকে একেবারে অযৌক্তিক বলা যায় না। দ্বিতীয় ওভারেই গুজরাট তাদের সেরা ফর্মে থাকা ব্যাটার সাই সুদর্শনকে হারায়। এর মধ্যেই বৃষ্টি কিছুটা বাড়ে, কিন্তু খেলা বন্ধ করা হয়নি।
তৃতীয় ওভারে জোস বাটলার একটি সিঙ্গল নেওয়ার পর যখন জসপ্রীত বুমরাহ বোলিং শুরু করেন, তখন গিল স্ট্রাইক নেন। বুমরাহ রানআপ শুরু করতেই গিল পিছিয়ে আসেন, কারণ তিনি বৃষ্টি ও ধুলোবালি দেখে ব্যাটিং করতে অস্বস্তি অনুভব করেন। তখন ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও ছিল, যার ফলে ব্যাটারদের বল দেখতে সমস্যা হচ্ছিল। গিল আম্পায়ারের সঙ্গে কথা বলেন এবং খেলা বন্ধ করার অনুরোধ জানান।
আরও পড়ুন … আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল SRH! কামিন্সদের জয়ের স্বপ্ন ভেস্তে দিল বৃষ্টি
কিন্তু আম্পায়াররা খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং গিলকে আবার ক্রিজে ফিরতে বলেন। প্রথমে তিনি অস্বীকার করলেও পরে ধীরে ধীরে ফিরে গিয়ে ব্যাট ধরেন। এই ঘটনায় বুমরাহও অসন্তুষ্ট হন।
হালকা বৃষ্টির মধ্যেই খেলা চলতে থাকে। গিল এরপর আর তর্ক না করে ব্যাটিংয়ে মন দেন। পাওয়ারপ্লের শেষে বৃষ্টি বন্ধ হয়ে যায়, তবে ১৩তম ওভারে আবার বৃষ্টি ফিরে আসে। ১৪তম ওভারের শেষে, যখন গুজরাট টাইটান্সের স্কোর ১০৭/২, তখন আম্পায়াররা অবশেষে কভার ডাকার সিদ্ধান্ত নেন। সেই সময় গিল ও শারফেন রাদারফোর্ড ক্রিজে ছিলেন এবং দল ডিএলএস পদ্ধতিতে ৮ রানে এগিয়ে ছিল।
আরও পড়ুন … ভিডিয়ো: বিপ্রজ নিগমের রানআউটের সময়ে গ্যালারিতে উত্তেজিত কাব্য মারান! ভাইরাল SRH মালিকের প্রতিক্রিয়া
২৫ মিনিটের বিরতির পর খেলায় কোনও ওভার না কমিয়ে পুনরায় খেলা শুরু হয়। কিন্তু এই সময় মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা দুর্দান্তভাবে ফিরে আসে। বুমরাহ গিলকে ৪৩ রানে বোল্ড করে দেন, ট্রেন্ট বোল্ট রাদারফোর্ডকে এলবিডব্লিউ করেন এবং বুমরাহ আবারও ফিরে এসে এম শাহরুখ খানকে আউট করেন। এরপর অশ্বিনী কুমার রাশিদ খানকে ২ রানে এলবিডব্লিউ করেন। বৃষ্টি বিরতির পর গুজরাট টাইটান্স দ্রুত চারটি উইকেট হারায়।
১৮তম ওভারের শেষে জেরাল্ড কোটজি একটি বাউন্ডারি মারেন, কিন্তু তখন বৃষ্টি আবার বেড়ে যায় এবং আম্পায়াররা আবার কভার ডাকেন। সেই সময় গুজরাটের দরকার ছিল ১২ বলে ২৪ রান, কিন্তু তারা ডিএলএস পদ্ধতিতে ৫ রানে পিছিয়ে ছিল।
আরও পড়ুন … প্রাণনাশের হুমকি পেলেন মহম্মদ শামি! দাবি করা হল এক কোটি টাকা, তদন্তে নেমেছে পুলিশ
যখন সকলেই ভাবছিল মুম্বই ইন্ডিয়ান্স জয়ের পথে, তখন আবহাওয়া চূড়ান্ত নাটক নিয়ে আসে। খেলা আবার শুরু হয় একটি ওভারের জন্য, এবং গুজরাট পায় সংশোধিত লক্ষ্য—১৪৭ রান। অর্থাৎ শেষ ছয় বলে প্রয়োজন ছিল ১৫ রান।
রাহুল তেওটিয়া একটি বাউন্ডারি দিয়ে ওভার শুরু করেন এবং কোটজি একটি ছক্কা মারেন। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। যখন শেষ দুই বলে এক রান দরকার ছিল, কোটজি আউট হয়ে যান দীপক চাহারের বলে। শেষ বলে অর্জুন খান সোজা হার্দিক পান্ডিয়ার হাতে মারেন এবং সিঙ্গেলের জন্য দৌড়ান। হার্দিক স্টাম্পে থ্রো করেন কিন্তু মিস করেন। গুজরাট টাইটান্স শান্তভাবে পরিস্থিতি সামলে নিয়ে ডিএলএস পদ্ধতিতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। শুভমান গিল আইপিএল ২০২৫