অনেকেরই ধারণা কাজের জায়গায় নাকি ভালো বন্ধু পাওয়া যায় না। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে নাকি ভালো বন্ধু হয় না। কিন্তু দেবচন্দ্রিমা সিংহ রায় এই ধারণাকে নস্যাৎ করে দিয়েছেন। বিনোদন জগতের বহু নায়িকার সঙ্গেই তাঁর সু-সম্পর্ক। আবার অনেকের সঙ্গে তাঁর যথেষ্ঠ সখ্যতাও রয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন তন্বী লাহা রায়। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই তাঁদের বন্ধুত্ব সকলের নজর কাড়ে। এবার সেই বন্ধুত্ব নিয়েই অনুরাগীদের সঙ্গে নানা কথা ভাগ করে নিলেন দেবচন্দ্রিমা।
আরও পড়ুন: মিঠুনের পর মালায়ালি তারকা মোহনলালকে দাদাসাহেব ফালকে দিচ্ছে মোদী সরকার
কী লিখলেন নায়িকা?
শনিবার ইনস্টাগ্রামে দেবচন্দ্রিমা একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে একটি অন্ধকার ছাদের তন্বীর সঙ্গে তাঁকে দেখা যায়। তন্বীর পরনে ছিল একটি সবুজ সাদা ও কালো রঙের একটি ব্যাকলেস গাউন। তাঁর চুল খোলা ছিল। অন্যদিকে, দেবচন্দ্রিমার পরনে ছিল একটি গোলাপি রঙের ব্যাকলেস গাউন। তাঁর চুল বাঁধা ছিল। তাঁদের ছাদে দাঁড়িয়ে নানা মজার গল্প করতে, আড্ডা দিতে ও হাসতে দেখা যায়। তারপর তাঁরা একে অপরের সঙ্গে নাচও করেন।
এই ভিডিয়োটি পোস্ট করে দেবচন্দ্রিমা ক্যাপশনে লেখেন, ‘অনেকে বলেন যে মেয়েদের বন্ধুত্ব নাকি বিষাক্ত, একই ইন্ডাস্ট্রিতে একজন নায়িকার সঙ্গে অন্য নায়িকার বন্ধুত্ব হতে পারে না। এটা আমাদের ২০১৮ সালে ভিডিয়ো। সেই তখন থেকে এখনও পর্যন্ত যখনই দেখা হয় তখনও একই রকম হয়ে আসছে। এটা কখনওই মিথের কথা নয়, এটা ব্যক্তি, শক্তি, মানসিকতার কথা। কোনও ঈর্ষা নেই, কোনও নিরাপত্তাহীনতা নেই। কেবল মনের যোগাযোগ।’
আরও পড়ুন: রণবীর-কার্তিক নন, লাগানের রিমেকে আদর্শ ‘ভুবন’ হবেন এই অভিনেতা, জানালেন OG আমির খান
নায়িকার এই পোস্ট দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। এই ভিডিয়োটি ও তার ক্যাপশন দেখে তন্বীও কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘কী সুন্দর ক্যাপশন।’ তাছাড়াও মিষ্টি সিংও কমেন্ট করেন। তিনি কমেন্টে কিছু লাল রঙের হার্ট ইমোজি দেন।আসলে মিষ্টির সঙ্গেও দেবচন্দ্রিমার খুবই ভালো সম্পর্ক। তাঁদেরও একসঙ্গে নানা জায়গায় দেখা যায়। তাছাড়াও স্যোশাল মিডিয়ায় তাঁদের বন্ধুত্বের নানা ঝলকও দেখা যায়। তাছাড়াও আরও অনেকে নানা মন্তব্য করেছেন।