ধূমকেতুর আদলে বহুদূর বিস্তৃত আলোর বিচ্ছুরণ। দুরন্ত গতিতে ছুটে চলেছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর গোলার অভিমুখেই ধেয়ে চলেছে অসংখ্য আলোর সরলরেখা। শনিবার গভীর রাতে দিল্লি এবং এনসিআর-র আকাশে এমনই দৃশ্য চোখে পড়ল বাসিন্দাদের। এক পলকের দেখায় মহাজাগতিক বস্তু বলেই ঠাহর হয়। কিন্তু সেটি চানা মহাকাশযান হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। তাই রাতের আকাশে আবির্ভূত ওই দৃশ্য নিয়ে দ্বিখণ্ডিত নেট দুনিয়া।
শনিবার রাত ১ টা ২০ নাগাদ দিল্লি এবং এনসিআর সংলগ্ন গাজিয়াবাদ এবং আলিগড়ের মতো শহরগুলির আকাশে ওই দৃশ্য চোখে পড়েছে। দিল্লি ছাড়াও হরিয়ানার গুরুগ্রাম, উত্তরপ্রদেশের নয়ডা এবং রাজস্থানের জয়পুরের বাসিন্দারাও সেই মুহূর্তের সাক্ষী থেকেছেন।অনেকেই এই স্বর্গীয় দৃশ্যটি তাঁদের মোবাইল ফোন এবং ক্যামেরায় তুলেছেন। বর্তমানে সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশে উজ্জ্বল আগুনরেখা ছুটে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ছোট ছোট জ্বলন্ত খণ্ডে ভেঙে পড়ছে। বহু নেটিজেন বলেছেন, যেন তারা খসে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে দেখা এই উজ্জ্বল বস্তুর অস্তিত্ব সম্পর্কে কিছু বিশেষজ্ঞ বিভিন্ন দাবিও করেছেন। ইলন মাস্কের সংস্থা এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ আবার বলেছে, এটি সম্ভবত চিনা সিজি-৩বি রকেটের বডির ধ্বংসাবশেষ যা বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করছে।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনাটি আসলে একটি বোলাইড। এমন একধরনের উল্কাপিণ্ড, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় প্রবল তাপ ও ঘর্ষণে টুকরো টুকরো হয়ে যায়। সাধারণ উল্কাপাত প্রায়ই দেখা যায়, কিন্তু এত উজ্জ্বল ও বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমান উল্কাপাত অত্যন্ত বিরল। তবে এর ফলে কোনও ক্ষতির আশঙ্কা নেই। কারণ বেশিরভাগ উল্কাই পৃথিবীতে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তাই মাটিতে পড়ে ধ্বংসযজ্ঞ ঘটানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমেরিকান মিটিওর সোসাইটি জানিয়েছিল, সেপ্টেম্বর মাস ছোট ছোট উল্কাবৃষ্টির জন্য সঠিক সময়। তবে নির্দিষ্ট ঘরানার বাইরেও এমন বিচ্ছিন্ন অগ্নিগোলক দেখা দিতে পারে। দিল্লির আকাশে শুক্রবার রাতের দৃশ্যটি প্রমাণ করে, তুলনামূলক বড় একটি মহাজাগতিক শিলা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শেষ হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়, যেখানে রাতের আকাশে একটি আগুনের গোলা ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে একটি উজ্জ্বল রেখা দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী এই ঘটনাটিকে উল্কাবৃষ্টির সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ এটিকে এযাবৎ দেখা উজ্জ্বলতম উল্কাগুলির মধ্যে একটি বলে বর্ণনা করেছেন।একজন নেটিজেন বলেন, 'রাতের আকাশে এই অবিশ্বাস্য আগুনের গোলা দেখলাম... মনে হচ্ছে যেন আমার ছাদ থেকে প্রকৃতির নিজস্ব আলো বায়ুমণ্ডলে জ্বলছে। একটি উল্কাপিণ্ড অথবা রকেটের অংশ। অন্য কেউ কী এটি দেখতে পেয়েছেন?' একজন গাজিয়াবাদের বাসিন্দা বলেন, 'মনে হচ্ছিল আকাশ ফেটে আগুন নেমে আসছে। এত উজ্জ্বল কিছু আগে কখনও দেখিনি।' নয়ডার এক তরুণীর কথায়, 'এটি সত্যিই জীবনে একবারের অভিজ্ঞতা। কয়েক মুহূর্তের জন্য হলেও চোখ ফেরানো যাচ্ছিল না।' আরেকজন আবার বলেছেন, 'কিছুক্ষণ আগে আমি এক সহকর্মীর সঙ্গে অফিস থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাত ১ টা ২৫ মিনিট নাগাদ আমরা দিল্লির আকাশের উপরে ভিকাজি কামা প্লেসের কাছে উল্কাবৃষ্টি দেখতে পাই। আমরা স্কুটি থামিয়ে এটি রেকর্ড করতে শুরু করি, তবে নিশ্চিত নই যে এটি উল্কাবৃষ্টি নাকি অন্য কিছু।'