কুড়মি সমাজের আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হল। তার জেরে আজ (শনিবার) কমপক্ষে ৪৩টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। আগামিকাল (রবিবার) বাতিল করে দেওয়া হয়েছে ২৬টি ট্রেন। রাত ৮ টা ৩০ মিনিটের বুলেটিনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কোটশিলা-সহ কয়েকটি জায়গায় বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে। তবে চক্রধরপুর, খড়্গপুর এবং রাঁচি ডিভিশনের কয়েকটি জায়গায় এখনও বিক্ষোভ চলছে।
আরও পড়ুন: প্লেনকেও হারিয়ে দেবে নয়া লোকাল ট্রেন! টেন্ডার ২৩৮টির, নন-এসি কোচেও অটোমেটিক ডোর
রবিবার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ৬৩৫৪১ আসানসোল - গোমো মেমু।
২) ১৩৫৫৩ আসানসোল - বারাণসী মেমু এক্সপ্রেস।
৩) ১৩৩১৯ দুমকা - রাঁচি এক্সপ্রেস।
৪) ১৩৫০৩ বর্ধমান - হাতিয়া মেমু এক্সপ্রেস।
৫) ২২৩৮৭ হাওড়া - ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
৬) ১৩৫৪৫ আসানসোল - গয়া মেমু এক্সপ্রেস।
৭) ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস।
৮) ৬৮০৯১/১৮০১৯ খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস।
৯) ৬৮০১৩ খড়গপুর-টাটানগর মেমু।
১০) ২০৮৭১ হাওড়া-রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস।
১১) ১২৮১৪ টাটানগর-হাওড়া এক্সপ্রেস
১২) ৬৮১২৬ বারবিল-টাটানগর মেমু।
১৩) ৬৮০৪১/৬৮০৪২ আদ্রা-বরকাকানা-আদ্রা মেমু।
১৪) ৬৩৫৯৮/৬৩৫৯৭ আসানসোল-রাঁচি-আসানসোল) মেমু।
১৫) ১৮০৮৫/১৮০৮৬ খড়গপুর-রাঁচি-খড়গপুর মেমু।
১৬) ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু।
১৭) ৬৮০৩৫ টাটানগর-হাতিয়া মেমু।
১৮) ২১৮৯৩/২১৮৯৪ টাটানগর-পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস।
১৯) ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা মেমু।
আরও পড়ুন: পুজোর মুখে হাওড়া ডিভিশনে চলবে কিছুদিন রক্ষণাবেক্ষণের কাজ! বাতিল কোন কোন ট্রেন?
আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু
২) ৬৮০১৯ টাটানগর-গুয়া মেমু
৩) ৬৮০২০ গুয়া-টাটানগর মেমু
৪) ৬৮০০৪ গুয়া-টাটানগর মেমু
৫) ৬৮০০৩ টাটানগর-গুয়া মেমু
৬) ১৮০৩৬ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
৭) ১৩৫১৪ হাতিয়া-আসানসোল এক্সপ্রেস
৮) ১২৩৬৬ রাঁচি-পাটনা এক্সপ্রেস
৯) ২২৩৫০ রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস
১০) ৬৮০৭৯ ভোজুডি-চন্দ্রপুরা মেমু
১১) ৬৮০৮০ চন্দ্রপুরা-ভোজুডি মেমু
১২) ৬৮১২৩ খড়গপুর-টাটানগর মেমু
১৩) ৬৮১২৪ টাটানগর-খড়গপুর মেমু
১৪) ১৩৩২০ রাঁচি-দুমকা এক্সপ্রেস
১৫) ১৩৩০৪ রাঁচি-ধানবাদ এক্সপ্রেস
১৬) ৫৮১৫১ বিরামিত্রপুর-বারসুয়ান মেমু
১৭) ৫৮১৫২ বারসুয়ান-বিরামিত্রপুর মেমু
১৮) ২০৮৮৮ ভুবনেশ্বর-রাঁচি এক্সপ্রেস
১৯) ১২০২২ বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
২০) ১৮৬০৩ রাঁচি-গোডা মেমু
২১) ১৮৬০৪ গোডা-রাঁচি মেমু
২২) ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস
২৩) ৬৮০০৬ টাটানগর-খড়গপুর মেমু
২৪) ৬৮০০৯ টাটানগর-চক্রধরপুর মেমু
২৫) ১৮১০৫ রাউরকেলা-জয়নাগর এক্সপ্রেস
২৬) ১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
২৭) ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস
২৮) ৬৮১২৮ টাটানগর-চাকুলিয়া এক্সপ্রেস
২৯) ২০৮৭২ রাউরকেলা-হাওড়া এক্সপ্রেস
৩০) ৬৮০১৪ টাটানগর-খড়গপুর মেমু
৩১) ২০৮২২ সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস
৩২) ৬৮০১৫ খড়গপুর-টাটানগর মেমু
আরও পড়ুন: বাংলা পেয়েছে কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি! কী কী স্টপেজ? টাইমটেবিল রইল
৩৩) ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল মুম্বই মেল
৩৪) ২২৩৩০ হাওড়া-ভুজ এক্সপ্রেস
৩৫) ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস
৩৬) ১৮৬১৫ হাওড়া-হাতিয়া এক্সপ্রেস
৩৭) ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস
৩৮) ১৮০০৫ হাওড়া-জগদ্দলপুর এক্সপ্রেস
৩৯) ১২৮৩৪ হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস
৪০) ১৮০৪৯ শালিমার-বাদামপাহাড় এক্সপ্রেস
৪১) ১২১৫২ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস
৪২) ৬৮১২৫ টাটানগর-বারবিল মেমু
৪৩) ১৮১১৪ রাঁচি-টাটানগর এক্সপ্রেস