Mohammed Shami received a death threat: ভারতীয় পেসার মহম্মদ শামিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রবিবার ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতীয় দলের পেসার। এর পরে উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি FIR দায়ের করা হয়েছে। শামির ভাই হাসিবের দায়ের করা অভিযোগে রাজপুত সিন্দার নামের এক ব্যক্তির বিরুদ্ধে হুমকি পাঠানোর অভিযোগ আনা হয়েছে। রাজপুত সিন্দার নামের এই ব্যাক্তি মহম্মদ শামির কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছেন। বর্তমানে মহম্মদ শামি আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন।
জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার FIRটি রেজিস্টার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (BNS) ২০২৩ সালের ধারা ৩০৮(৪) এবং তথ্য প্রযুক্তি (সংশোধনী) আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা করা হয়েছে।
আইপিএল ২০২৫-এ মহম্মদ শামি এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন, গড় ৫৬.১৭। তবে সম্প্রতি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি—৫ ম্যাচে ৯ উইকেট, যার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে দুবাইয়ে ৫ উইকেটের পারফরম্যান্সও ছিল।
আরও পড়ুন … কলকাতায় গ্যারেথ সাউথগেট! ইডেনে IPL 2025-এর KKR vs RR ম্যাচের দর্শক ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন কোচ
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও গত মাসে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। এই ঘটনাটি তদন্ত করছে দিল্লি পুলিশ। গম্ভীর ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তার মধ্যে রয়েছেন। দিল্লি পুলিশের DCP (সেন্ট্রাল) ভি. হর্ষ বর্ধন বলেন, ‘আমাদের গৌতম গম্ভীরের একটি ইমেল আইডিতে হুমকি মেল পাওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। গম্ভীর দিল্লি পুলিশের নিরাপত্তার অধীনে রয়েছেন, তবে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না।’
আরও পড়ুন … ভিডিয়ো: প্রথম বলেই ফেরালেন নায়ারকে, একাই শেষ করলেন DC-র টপ অর্ডার! দুরন্ত প্যাট কামিন্স
গম্ভীরের এই হুমকির ঘটনা জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার পরে ঘটেছিল। এই হামলায় ২৬ জন নিহত ও বহু আহত হয়েছিলেন। গম্ভীরের ব্যক্তিগত সচিব রাজেন্দর নগর থানার SHO এবং DCP (সেন্ট্রাল)-কে একটি চিঠিতে লেখেন, ‘আমরা কথা বলার সময় যেভাবে আলোচনা করেছি, তদনুযায়ী গৌতম গম্ভীর (প্রাক্তন সাংসদ), প্রধান কোচ, ভারতীয় ক্রিকেট দলের ইমেল আইডিতে পাওয়া ‘হুমকির মেল’ নিচে সংযুক্ত করা হল। অনুগ্রহ করে FIR রেজিস্টার করে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করুন।’
আরও পড়ুন … ম্যাডাম, আমি ভারতের পরবর্তী সচিন হব… কী ছিল কোহলির ছোট বয়সের স্বপ্ন? ফাঁস করলেন বিরাটের শিক্ষিকা
অন্যদিকে রাজপুত সিন্দার নামে ব্যক্তি মহম্মদ শামিকে খুনের হুমকি দিয়ে ইমেল করেছেন। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন শামির পরিবারের সদস্যেরা। বিএনএসের ৩০৮ (৪) ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের ৬৬ডি এবং ৬৬ই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরোহার এসপির নির্দেশে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সব দিক। অভিযুক্ত ব্যক্তি অচেনা বলে জানিয়েছেন শামির ভাই। কী কারণে শামিকে খুনের হুমকি দেওয়া হল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যেরা। দুই বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বের প্রতি এই হুমকির ঘটনাগুলি নিয়ে কর্তৃপক্ষ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।