আইপিএল ২০২৫-এর ৫৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন SRH-এর অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের প্রথম বলেই স্ট্রাইক করলেন প্যাট কামিন্স। শূন্য রানেই ফেরালেন দিল্লির ওপেনারকে। গোল্ডেন ডাক হন করুণ নায়ার। তবে শুধু বল হাতেই নয়, নিয়েছেন ক্যাচ। এই ম্যাচে একটা সময়ে ৫.৫ ওভারে দিল্লির স্কোর ছিল ২৬ রানে চার উইকেট, আর এই চার উইকেটেই ছিল প্যাট কামিন্সের বড় ভূমিকা।
সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়ক প্যাট কামিন্স আইপিএল ২০২৫-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে দারুণ শুরু করেন। সোমবার, ৫ মে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম বলেই আউট করে দেন ব্যাটিংয়ের ধুঁকতে থাকা করুণ নায়ারকে, যিনি কোনও রান না করেই গোল্ডেন ডাকের শিকার হন।
আরও পড়ুন … ম্যাডাম, আমি ভারতের পরবর্তী সচিন হব… কী ছিল কোহলির ছোট বয়সের স্বপ্ন? ফাঁস করলেন বিরাটের শিক্ষিকা
এই উইকেটটি আসে একটি দুর্দান্ত লেংথ ডেলিভারিতে যা অফ স্টাম্পের বাইরের দিকে ছিল। নাইয়ার বলের দিকে পা না বাড়িয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকেন। বল ব্যাটে লেগে সরাসরি যায় উইকেটকিপার ইশান কিষানের হাতে, যিনি সহজ ক্যাচটি নিখুঁতভাবে ধরেন।
ভিডিয়োটি দেখুন-
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলার পর করুণ নায়ার ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। এরপর তাঁর স্কোরলাইন দাঁড়ায়, ০, ৩১, ১৫, ৪, ১৫ এবং আজ ফের ০। অন্যদিকে, প্যাট কামিন্স চলতি ম্যাচ বাদ দিলে আগের ১০ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
আরও পড়ুন … আইপিএল ২০২৫-এ মহম্মদ শামির ফিটনেস ও ফর্ম নিয়ে মুখ খুললেন SRH কোচ ভেত্তোরি
SRH vs DC ম্যাচে বল হাতে তিন উইকেট নেন কামিন্স
DC-র ওপেনার করুণ নায়ারকে আউট করার পরে অন্য ওপেনার ফ্যাফ ডু প্লেসিকে ফেরান প্যাট কামিন্স। এর পরে আউট করেন অভিষেক পোড়েলকেও। ডু প্লেসিও নাইয়ারের মতোই আউট হন মাত্র ৮ বলে ৩ রান করে। অপরদিকে, অভিষেক পোড়েল টপ এজ দিয়ে আউট হন এবং ইশান কিষান আরেকটি ক্যাচ ধরেন।
প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ১৩৩/৭ স্কোরে খেলছিল এই সময়ে চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেন প্যাট কামিন্স। জয়দেব উনাদকাট ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। হার্ষাল প্যাটেল ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে এক উইকেট নেন। মালিঙ্গা চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট শিকার করেন। সানরাইজার্স হায়দরাবাদের সামনে ম্যাচ জয়ের জন্য ছিল ১৩৪ রানের লক্ষ্য।
আরও পড়ুন … তোকে শেখানোর আর কিছু নেই… কোচের মুখে আর্শদীপের প্রশংসা, টেস্ট দলে ডাক পাওয়ার অপেক্ষা
১০ ম্যাচে ৬ জয় নিয়ে এই মুহূর্তে DC আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। আগের দুটি ম্যাচে তারা পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বিরুদ্ধে। তাই অক্ষর প্যাটেলের দল জয়ের পথে ফিরতে মরিয়া।
অন্যদিকে, SRH এখন পর্যন্ত ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে। প্লে-অফে পৌঁছতে হলে তাদের বাকি সব ম্যাচ জিততেই হবে। গত মরশুমের রানার্সআপ দল এখন পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে।