Daniel Vettori on Mohammed Shami's fitness: ফিটনেস ও ফর্ম চলতি আইপিএল-এ দুই নিয়েই প্রশ্নের মুখে মহম্মদ শামি। এবার শামিকে নিয়ে বড় মন্তব্য করলেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি। তিনি বললেন শামি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচে দলেই সুযোগ পেলেন না মহম্মদ শামি।
আইপিএল ২০২৫-এ এখনও ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন মহম্মদ শামি। SRH-এর প্লে-অফ স্বপ্ন প্রায় শেষের পথে। মহম্মদ শামির ফিটনেস ও পারফরম্যান্স এই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইপিএল ২০২৫-এ এখন পর্যন্ত ৯টি ইনিংসে মাত্র ৬টি উইকেট পেয়েছেন এই ভারতীয় পেসার। যিনি গত বছর মেগা অকশনে ১০ কোটি টাকায় কেনা হয়েছিল। ইনজুরির কারণে গত মরশুম মিস করার পর এবারের আইপিএল মরশুমটা শামির কাছে প্রত্যাবর্তনের মরশুম ছিল। তবে বাস্তবে সেটা হয়নি। শেষ পর্যন্ত দিল্লির বিরুদ্ধে ম্য়াচে সুযোগই পেলেন না শামি।
মহম্মদ শামিকে পুরনো রূপে দেখা যাচ্ছে না। ২০২৩ আইপিএলে ১৭ ইনিংসে ২৮ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জিতেছিলেন শামি, যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড (একটি মরশুমে)। অথচ চলতি মরশুমে তিনি নিজের পুরনো ছন্দে ফিরতেই পারছেন না।
আরও পড়ুন … তোকে শেখানোর আর কিছু নেই… কোচের মুখে আর্শদীপের প্রশংসা, টেস্ট দলে ডাক পাওয়ার অপেক্ষা
শুধু তাই নয়, পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে চার ওভারে ৭৪ রান খরচ করে বসেন মহম্মদ শামি। যা আইপিএল ইতিহাসে একজন ভারতীয় বোলারের সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড এবং সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এরপরে শামির ফিটনেস নিয়ে বড় মন্তব্য করলেন ড্যানিয়েল ভেত্তোরি। তাঁর মতে, শামির কোনও ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।
আরও পড়ুন … ধোনি তো পন্তের রোল মডেল, ওকে ফোন করুক… ঋষভ কীভাবে ফর্মে ফিরবেন? সেহওয়াগের বড় পরামর্শ
সাংবাদিক সম্মেলনে SRH হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেন, ‘আমাদের দিক থেকে ওর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। ও যথেষ্ট ট্রেনিং করেছে, নিজেকে প্রস্তুত রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বল করার পর ওর কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক। দুই বছর আগেই ও ‘পার্পল ক্যাপ’ জিতেছিল, তাই জানি সে কতটা সক্ষম। কিন্তু এই মরশুমে ওর পারফরম্যান্স একেবারে অন্য রকম। হয়তো সেই ধারাবাহিকতা নেই, যেটা আমরা ওর থেকে আশা করি, এটা ওর জন্যও হতাশাজনক। তবে সে নিজের ছন্দ ফিরে পেতে খুব পরিশ্রম করছে।’
আরও পড়ুন … রোহিত-গিল নাকি অন্য কেউ? ভারতের ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার নেতৃত্ব সামলাবেন কে?
SRH প্রায় ছিটকে যাওয়ার মুখে, শামির সামনে সম্মান বাঁচানোর লড়াই
SRH-এর এখন পর্যন্ত সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট, আর বাকি রয়েছে ৪টি ম্যাচ। প্লে-অফে যেতে হলে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। সোমবার SRH মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই মরশুম শামির জন্য একেবারে হতাশাজনক হলেও, শেষ কটা ম্যাচে ভালো পারফর্ম করে মর্যাদা রক্ষা করাই এখন তাঁর লক্ষ্য। তবে তার আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ৫৫তম ম্যাচে সুযোগই পেলেন না মহম্মদ শামি। এদিকে ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে শামি ভারতীয় টেস্ট দলে জায়গা পাবেন কিনা সেটাও দেখতে হবে।