আইপিএল ২০২৫-এর ৫৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচের কোনও ফল পাওয়া যায়নি। দিল্লি ক্যাপিটালস ব্যাট করলেও বৃষ্টির কারণে মাঠে নামতেই পারল না সানরাইজার্স হায়দরাবাদ। এর ফলে এই ম্যাচ থেকে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। এর ফলে আইপিএল ২০২৫-এর প্লে-অফ থেকে প্রায় ছিটকে গেল প্যাট কামিন্সরা।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছিলেন SRH-এর অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের প্রথম বলেই স্ট্রাইক করলেন প্যাট কামিন্স। শূন্য রানেই ফেরালেন দিল্লির ওপেনারকে। গোল্ডেন ডাক হন করুণ নায়ার। তবে শুধু বল হাতেই নয়,কামিন্স এদিন নিয়েছিলেন ক্যাচ। এই ম্যাচে একটা সময়ে ৫.৫ ওভারে দিল্লির স্কোর ছিল ২৬ রানে চার উইকেট, আর এই চার উইকেটেই ছিল প্যাট কামিন্সের বড় ভূমিকা।
আরও পড়ুন … ভিডিয়ো: বিপ্রজ নিগমের রানআউটের সময়ে গ্যালারিতে উত্তেজিত কাব্য মারান! ভাইরাল SRH মালিকের প্রতিক্রিয়া
DC-র ওপেনার করুণ নায়ারকে আউট করার পরে অন্য ওপেনার ফ্যাফ ডু প্লেসিকে ফেরান প্যাট কামিন্স। এর পরে আউট করেন অভিষেক পোড়েলকেও। ডু প্লেসিও নাইয়ারের মতোই আউট হন মাত্র ৮ বলে ৩ রান করে। অপরদিকে, অভিষেক পোড়েল টপ এজ দিয়ে আউট হন এবং ইশান কিষান আরেকটি ক্যাচ ধরেন।
আরও পড়ুন … প্রাণনাশের হুমকি পেলেন মহম্মদ শামি! দাবি করা হল এক কোটি টাকা, তদন্তে নেমেছে পুলিশ
প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ১৩৩/৭ স্কোরে খেলছিল এই সময়ে চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেন প্যাট কামিন্স। জয়দেব উনাদকাট ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। হার্ষাল প্যাটেল ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে এক উইকেট নেন। মালিঙ্গা চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট শিকার করেন। সানরাইজার্স হায়দরাবাদের সামনে ম্যাচ জয়ের জন্য ছিল ১৩৪ রানের লক্ষ্য।
আরও পড়ুন … কলকাতায় গ্যারেথ সাউথগেট! ইডেনে IPL 2025-এর KKR vs RR ম্যাচের দর্শক ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন কোচ
যখন মনে করা হয়েছিল যে এই ম্যাচটি সহজেই সানরাইজার্স হায়দরাবাদ জিতে যাবে, তখনই ম্যাচে এন্ট্রি নেয় বৃষ্টি। দিল্লি ক্যাপিটালসের কপাল থেকে চিন্তা সরিয়ে দেয় বৃষ্টি। তবে একটা সময়ে মনে করা হয়েছিল ৫ ওভারের খেলা করা হবে এবং সানরাইজার্স হায়দরাবাদকে ৪১ রানের লক্ষ্য দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়াররা মাঠে এসে বুঝতে পারেন যে খেলা করা যাবে না। ম্যাচের দ্বিতীয় ইনিংস খেলা করা যায়নি। শেষ পর্যন্ত দুই দল এক পয়েন্ট করে পকেটে তোলে।