বাঙালিরা ষষ্ঠী থেকে দেবী দুর্গার আরাধনা করলেও পশ্চিমবঙ্গের বাইরে মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় দেবী দুর্গার আরাধনা, যাকে বলা হয় নবরাত্রি। নবরাত্রির এই ৯ দিনে দেবী দুর্গার ৯ রূপের আরাধনা করা হয়। এই বিশেষ দিনগুলিতে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। যদি আপনিও নিয়ম মানতে পারেন তাহলে দেবী দুর্গার আশীর্বাদ ধন্য হবেন আপনি।
নবরাত্রি নিয়ম
১) এই দিনগুলিতে একটি নির্দিষ্ট সময়ে দেবী দুর্গার আরাধনা করা উচিত। এক একদিন এক এক সময় আরাধনা করা উচিত নয়।
২) এই ৯ দিন কোন আমিষ খাওয়া উচিত নয়।
৩) প্রতিদিন দেবীর রূপ অনুসারে মন্ত্র জপ করতে পারলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায়।
৪) প্রতিদিন যদি সম্ভব হয় একটি করে বালিকার পুজো করুন। যদি তা সম্ভব না হয় তাহলে নবরাত্রির নবমীর দিন ৯ জন কুমারী মেয়েকে পুজো করতে পারেন।
৫) পবিত্র এই সময়ে বাড়ির বাইরে জ্বালিয়ে রাখুন প্রদীপ শিখা।
৬) বাড়িতে যদি কোনও কলসি থাকে তাহলে তা খালি রাখবেন না এই সময়ে।
৭) প্রতিদিন দেবীর দিন অনুযায়ী পোশাক পরিহিত করুন। এতে দেবী সন্তুষ্ট হন।
৮) দেবীকে আরাধনা করার সময় প্রতিদিনের নিয়ম অনুযায়ী খাবার উৎসর্গ করুন।
নবরাত্রিতে কী কী করবেন না
১) নবরাত্রির সময় মিথ্যা কথা বলা একেবারে উচিত নয়।
২) পুরুষ নারী উভয়কেই এই সময় মাথা ঢেকে বসতে হয়।
৩) এই নয় দিন নিয়ম মেনে পুজো না করলে হবে বিপত্তি।
৪) এই ৯ দিন কোনওভাবেই বাড়ির মহিলাদের কষ্ট দেবেন না।
৫) এই সময় কালো পোশাক পরবেন না।