শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বলেন, 'আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি যাতে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে একটি নতুন সরকার গঠিত হয়। রাজ্যের হারানো সোনার বাংলার গৌরব যেন পুনরুদ্ধার করতে পারে সেই সরকার।' অমিত শাহ বলেন, 'নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন পূরণ করে বাংলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে হবে।' প্যান্ডেলের উদ্বোধনকালে তিনি বলেন, 'দুর্গাপুজো উপলক্ষে বাংলা ও দেশের জনগণকে শুভেচ্ছা জানাই। নবরাত্রিতে ন’দিন যাবত মায়ের পুজো এখন পুরো বিশ্বে চর্চিত। আর বাংলার এই দুর্গাপুজোর ঐতিহ্য গোটা বিশ্ব দেখে। ন’দিন ধরে পুরো বাংলা শক্তির পুজো করে।'
এদিকে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি দেন অমিত শাহ। তিনি বলেন, '‘আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।' এদিকে সাম্প্রতিক দুর্যোগের জেরে কলকাতায় একাধিক জনের মৃত্যু নিয়েও মুখ খোলেন অমিত শাহ। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দুর্গাপুজোর শুরুতেই বৃষ্টি হয়েছে। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।'
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছেছিলেন অমিত শাহ এবং বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতা রাহুল সিনহা। আজ দক্ষিণ কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান অমিত শাহ। এরপর তিনি সল্টলেকে বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি ফোরামের দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন। এদিকে কালীঘাটে অমিত শাহের পোস্টার 'উধাও' করা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। এই নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।
এই নিয়ে বিজেপি নেতা তুষার কান্তি ঘোষের অভিযোগ, 'স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে, তাঁকে স্বাগত জানিয়ে গতকাল রাত দেড়টা পর্যন্ত আমাদের কার্যকর্তারা ব্য়ানার-পোস্টার লাগিয়েছিলেন। তিনি কালীঘাট মন্দিরে আসছেন, সেই জন্য স্বাগতম ব্যানার লাগিয়ে ছিলাম আমরা। কিন্তু ভোরবেলা এসে দেখি, একটাও ব্যানার নেই। সব উধাও। তার চেয়েও আশ্চর্যের বিষয় যে যে জায়গায় ওই ব্যানারগুলো লাগানো হয়েছিল, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্য়ানার লাগানো। তৃণমূলের নোংরা রাজনীতি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্দিরে পুজো দিতে আসছেন, কিন্তু এরা সেখানেও রাজনীতি করছে। আর পুলিশ তো তৃণমূলের ক্য়াডারের মতোই কাজ করে। আমরা জানি, যারা দোষী তাদের কোনও শাস্তিই হবে না।'