নামেই ট্রেন, আসলে ‘মিনি রাষ্ট্রপতি ভবন।' বৃহস্পতিবার সকালে সেই বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেসে চেপে নয়া দিল্লি থেকে মথুরার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই যাত্রার জন্য ভারতীয় রেল বিশেষভাবে ব্যবস্থা করে। শুধু রাষ্ট্রপতির জন্য প্রস্তুত এই ট্রেনটিকে সাধারণ পরিষেবার বাইরে রাখা হয়, যাতে সমস্ত আধুনিক সুবিধা, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
রাষ্ট্রপতির এই বিশেষ ট্রেনটিতে রয়েছে মোট ১৮টি কোচ, যার মধ্যে আলাদা আলাদা উদ্দেশ্যে সাজানো প্রেসিডেন্সিয়াল স্যুট, ডিলাক্স স্যুট, রেস্তোরাঁ, লাউঞ্জ ও পাওয়ার কার। কাজ অনুযায়ী প্রতিটি কামরার আলাদা নামকরণ করা হয়েছে। রাষ্ট্রপতি ও তাঁর কর্মীদের জন্য সব ব্যবস্থা রয়েছে ট্রেনেই। এছাড়াও দুটি স্ট্যান্ডার্ড এসি কোচ রয়েছে রেলের উচ্চপদস্থ কর্তাদের জন্য।এরমধ্যে রয়েছে, ২টি ইঞ্জিন ও ২টি পাওয়ার কার, রাষ্ট্রপতির জন্য বিশেষ ‘নবরত্ন স্যুইট’,২টি বিলাসবহুল স্যুইট ও ৩টি জুনিয়র স্যুইট,২টি লাউঞ্জ-‘সাফারি’ ও ‘রাজা ক্লাব’, ২টি রেস্তোরাঁ-‘ময়ূর মহল’ ও ‘রং মহল’,রান্নাঘর ও স্টাফ কোচ,চিকিৎসা পরিষেবার জন্য ‘নীলম’ স্যুইট,রাষ্ট্রপতির পরিবারের জন্য ‘হীরা স্যুইট’,রেল আধিকারিকদের জন্য ‘মুঙ্গা’ জুনিয়র স্যুইট’। মহারাজা এক্সপ্রেসের প্রতিটি কামরা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। খাদ্য ও পানীয় পরিবেশন করেন রাষ্ট্রপতি ভবনের কর্মীরা। ট্রেনটি যাত্রাপথে কোথাও থামে না, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে থামানো হয়। বিশেষ নিরাপত্তা ও মেডিক্যাল টিম সর্বদা সঙ্গে থাকে।
আরও পড়ুন-উৎসবের মরসুমে ৯০ হাজারের শাড়ি চুরি! মহিলাকে হাতেনাতে পাকড়াও দোকানির, তারপর...
এক রেল আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিষেবায় যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য দুটি লোকোমোটিভ রয়েছে ওই ট্রেনে। এর মধ্যে একটি কাজ করবে ও অপরটি রেখে দেওয়া হচ্ছে, যাতে কোনও অসুবিধা হলে সহজেই সেটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ট্রেনটি ছাড়ে সফদরজং স্টেশন থেকে, বৃন্দাবন পৌঁছয় সকাল ১০টায়। সূত্রের খবর, সিনিয়র রেলকর্তাদের বলা হয়েছিল যাতে পরিষেবায় কোনও ত্রুটি না থাকে। স্টেশন মাস্টার, রেল প্রজেকশন ফোর্স থেকে শুরু করে সব আধিকারিক, সবাই সময়মতো উপস্থিত থাকার কথা বলা হয়। এর আগে ২০২৩-এও বিশেষ ট্রেনে যাত্রা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার ভুবনেশ্বর থেকে রাইরঙ্গপুর পর্যন্ত ট্রেনে যাত্রা করেছিলেন তিনি।
আরও পড়ুন-উৎসবের মরসুমে ৯০ হাজারের শাড়ি চুরি! মহিলাকে হাতেনাতে পাকড়াও দোকানির, তারপর...
অন্যদিকে, রাষ্ট্রপতির সফরের পরেই মহারাজা এক্সপ্রেস আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতের ভ্রমণপিপাসু মহলে। ভারতের তো বটেই, গোটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন সফরের তালিকাভুক্ত এই মহারাজা এক্সপ্রেসের যাত্রা। তবে একা মহারাজা এক্সপ্রেস নয়, ভারতে এমন আরও কয়েকটি ট্রেন রয়েছে, যে ট্রেনে উঠলে নিজেকে রাজারাজড়া মনে হবে। সেই সব ট্রেনের দরজা খুলছে এই সেপ্টেম্বর-অক্টোবর থেকেই।