ভারতের সবথেকে শক্তিশালী সেলিব্রিটি ব্র্যান্ডের কথা বললেই সবার আগে মনে আসে শাহরুখ খানের কথা। শুধু শাহরুখ খান নন, এই তালিকায় রয়েছে রণবীর সিং এবং আলিয়া ভাটের নামও। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, ভারতের সবথেকে শক্তিশালী সেলিব্রিটি ব্র্যান্ডের অধিকারী যিনি তিনি কিন্তু বলিউডের কেউ নন।
বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আর্থিক এবং ঝুঁকি পরামর্শ মূলক সমাধানের একটি স্বাধীন সরবরাহকারী ‘ক্রল’ ভারতের সবথেকে শক্তিশালী সেলিব্রেটি ব্র্যান্ডগুলোর র্যাংকিং প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষস্থানে যার নাম রয়েছে, তার ব্র্যান্ড মূল্য ২৩১.১ মিলিয়ন ডলার। তিনি আর কেউ নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
বিরাট কোহলি, যিনি বলিউড তারকা অনুষ্কা শর্মার স্বামী, তিনিই শাহরুখ এবং রণবীরকে ছাড়িয়ে এই তালিকায় স্থান অধিকার করেছেন। বিরাটের ব্র্যান্ড মূল্য ২৩১.১ মিলিয়ন। শুধু একবার দুই বছর ধরে নয়, টানা তিন বছর ধরে সেলিব্রেটি ব্র্যান্ড হিসেবে নিজের স্থান অধিকার করে রেখেছেন তিনি। ইনস্ট্রাগ্রামে বিরাটের অনুগামী সংখ্যা প্রায় ২৭৩ মিলিয়ন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর সিং। ১৭০.৭ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। তাঁর ব্র্যান্ড ভ্যালু ২১ শতাংশ বেড়ে বর্তমানে হয়েছে। ১৪৫. ৭ মিলিয়ন ডলার।
চতুর্থ স্থানে রয়েছেন আলিয়া ভাট। ১১৬.৪ মিলিয়ন ডলার ব্রান্ড ভ্যালু নিয়ে তিনি রয়েছেন এই স্থানে। সব থেকে বড় চমক রয়েছে পঞ্চম স্থানে যিনি রয়েছেন। পঞ্চম স্থান অধিকার করে রয়েছেন শচীন টেন্ডুলকার। ১১২.২ মিলিয়ন ডলার তিনি রয়েছেন পঞ্চম স্থানে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয় কুমার। ১০৮ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। দীপিকা পাড়ুকোন রয়েছেন সপ্তম স্থানে। ওই একই স্থান অধিকার করে রয়েছেন এমএস ধোনি। দুজনেরই ব্র্যান্ড ভ্যালু ১০২.৯ মিলিয়ন ডলার।
৯২.২ মিলিয়ন ডলার নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ঋত্বিক রোশন। নবম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর ব্রান্ড ভ্যালু ৮৩.৭ মিলিয়ন ডলার। সুপারস্টার সলমন খান রয়েছেন ১৬ তম স্থানে, তাঁর ব্র্যান্ড ভ্যালু, ৫৭.০ মিলিয়ন ডলার।