বলিউড অভিনেতা সইফ আলি খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে, ২০২৫ সাল তাঁর জন্য বেশ কঠিন ছিল। নিজের বাড়িতেই আততায়ীর হাতে ছুড়িকাহত হওয়া এবং শ্যালিকা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকষ্মিক মৃত্যু তাঁর দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছিল।
এসকুয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেন, ‘যখন আমি ওই লোকটিকে আমার বাড়িতে দেখি, তখন আমি আমার ছোট ছেলে জেহ ও তার আয়ার জীবন বাঁচানোর চেষ্টা করি।’ সাইফ বলেন, ‘আমি যখন জেহের ঘরের মেঝেতে পড়ে যাই, তখন আমার মনে হচ্ছিল আমার পুরো জীবন আমার চোখের সামনে ঘুরছে। সেই সময়ে, আমি বুঝতে পেরেছিলাম যে আমি কতটা ভাগ্যবান, অর্থ বা শিক্ষা যাই হোক না কেন, জীবন আমাকে অনেক কিছু দিয়েছে।’
সাক্ষাৎকারে সইফ তাঁর শ্যালিকা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের লন্ডনে হৃদরোগে মারা যাওয়ার বিষয়টিও আনেন সামনে। তিনি বলেন, যদিও করিশ্মা ও সঞ্জয় ২০১৬ সালে আলাদা হয়ে গিয়েছিলেন, তবে বাচ্চাদের কারণে দুটি পরিবার সর্বদা সংযুক্ত ছিল।
সইফ বিশ্বাস করেন যে, এই দুটি ঘটনা তাকে জীবনের আসল অর্থ বুঝতে শিখিয়েছে। সইফ আরও বলেন, ওই ঘটনার পর থেকে জেহ তাঁকে 'সবচেয়ে সাহসী ব্যক্তি' বলে অভিহিত করে। এ কথা শুনে তিনি অনুভব করেন, শিশুদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল প্রতিটি পরিস্থিতিতে মাথা শান্ত রাখা ও সাহস বজায় রাখা। তিনি আরও বলেন যে, যদিও তিনি তাঁর বাড়ির গ্রন্থাগারে থাকা সমস্ত বই কখনোই পড়ে শেষ করতে পারবেন না, তবে সেগুলির উপস্থিতি তাঁকে স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার অনুভূতি দেয়।