টুইঙ্কল খান্না ও কাজলের শো ‘টু মাচ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সলমন খান ও আমির খান। সেখানে চার অভিনেতাকে বেশ মস্তি মুডে পাওয়া যায়। শুধু তাই নয়, একে অপরকে নিয়ে চমকে দেওয়ার মতো মন্তব্যও করেছেন তাঁরা। এমনকী টুইঙ্কল সলমনকে চিরকুমার বলেও পরিচয় দেন।
তিনি বলেন, ‘সলমন ও আমিরের মধ্যে পদবি ছাড়া আর কিছুই মিল নেই।’
টুইঙ্কল রসিকতা করে বলেছেন যে, সালমান খান নিজেকে ভার্জিন বলে দাবি করেন। সলমনও সেকথা মেনে নেন। এমনকী, আমিরের একাধিক বিয়ে নিয়েও মস্করা করতে দেখা যায় তাঁদেরকে।
এই প্রথম নয় যে সলমন তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। ২০১৩ সালে সলমন কফি উইথ করণ শোতে নিজেকে ভার্জিন বলে অভিহিত করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে, ‘আমি যাকে বিয়ে করব তার জন্য আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি’।
এরপর যে বিষয় নিয়ে আলোচনা হয়, তা হল- ‘ছেলেরা কাঁদে না’! এতে সলমন খান বলেন, ভাই-বোন-মা-বাবা বা পরিবারের জন্য কান্নাকাটি ঠিক আছে, কিন্তু বান্ধবী চলে যাওয়ায় কান্নাকাটি একটু বেশি। এরপর আমিরকে নিয়ে মস্করা করে টুইঙ্কল বলেন, ‘কিন্তু এই বয়সে প্রেমিকার জন্য কে কাঁদে?’ আর তাতে সলমন বলেন, ‘এখনকার তরুণ সমাজ তো একটা গেছে ছাড়ো… দ্বিতীয়টা’। এখানেই শেষ নয়, ফের বন্ধুর সঙ্গে মস্করা করে সলমনের মন্তব্য, ‘সবাই আমির খানকে ফলো করো…’
আর এসবের মাঝে পড়ে আমির বলে ওঠেন, ‘আজ সবাই একটা পাঞ্চিং ব্যাগ পেয়ে গিয়েছে।’ তাতে যদিও হাসতে হাসতে কাজল ও টুইঙ্কল সলমন খানকেই দেখিয়ে দেন। অর্থাৎ, এসবের পিছনে ভাইজানই। ইতিমধ্যেই শোয়ের ঝলক মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। বিশেষ করে আমির ও সলমনকে একসঙ্গে পেয়ে খুশি অনুরাগীরা।